ভাস্কর প্রকাশন’র অফিস উদ্বোধন

প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৫

ভাস্কর প্রকাশন’র অফিস উদ্বোধন

Manual7 Ad Code

ভাস্কর প্রকাশন এর অফিস উদ্বোধন করা হয়েছে  গতকাল ০৪ নভেম্বর মঙমঙ্গলবার সিলেট নগরীর অন্যতম প্রাণকেন্দ্র রাজা ম্যানশনের ৩য় তলায় এর উদ্বোধন হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাস্কর প্রকাশন কর্ণধার কবি পুলিন চন্দ্র রায় এর সহধর্মিণী রঞ্জু রানী রায়সহ তার পরিবারের জ্যেষ্ঠ পুত্র অনিমেষ রায় পিয়াস ও পুত্রবধূ সৃজনী রায়, কনিষ্ঠপুত্র অনিরুদ্ধ রায় পরাগ নাতি অনির্বেদ রায় প্রহর।

Manual2 Ad Code

উল্লেখ্য, বিশিষ্ট কবি ও লোকসংস্কৃতি গবেষক ডক্টর আবুল ফতেহ ফাত্তাহ’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা শিক্ষা অফিসার গবেষক আবু সাঈদ মো: আব্দুল ওয়াদুদ। বিশেষ অতিথি ছিলেন কবি এ কে শেরাম, কলামিস্ট অধ্যাপক দিলওয়ার হোসেন বাবর ও বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক সংগঠক জ্যোতিমোহন বিশ্বাস। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন লিটল ম্যাগাজিন ‘গাগরা’ সম্পাদক লেখক মুহম্মদ লুৎফুর রহমান, গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত সিনিয়র প্রন্সিপাল অফিসার অসীম কুমার তালুকদার, শিক্ষক বাবুল চৌধুরী, রাজা ম্যানশনের বিশিষ্ট পুস্তক ব্যবসায়ী আব্দুল আজিজ, শিক্ষক ধীরেন্দ্র কুমার দাস, কবি রিনা কর্মকার, ভাটেরিয়ান সিলেট-এর সহ-সভাপতি মো. শফিক আহমদ। অনুষ্ঠান শেষে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট গল্পকার জামান মাহবুব ও ছড়াকার বিধুভূষণ ভট্টাচার্য।

Manual7 Ad Code