মামদানির রেকর্ড

প্রকাশিত: ৮:৫৪ পূর্বাহ্ণ, নভেম্বর ৬, ২০২৫

মামদানির রেকর্ড

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :ডেমোক্রেটিক সোশ্যালিস্ট প্রার্থী জোহরান মামদানির নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হওয়াটা যেন এক নতুন যুগের সূচনা। ৩৪ বছর বয়সী এই তরুণ নেতা শুধু ইতিহাসই গড়েননি- প্রথম মুসলিম এবং এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে সর্বকনিষ্ঠ মেয়র হিসেবে গোটা শহরের তরুণ প্রজন্মকে দৃঢ় বার্তা দিয়েছেন। তার প্রগতিশীল নীতি, যেমন গণপরিবহন ভাড়া মওকুফ এবং সাশ্রয়ী আবাসন নিশ্চিত করার প্রতিশ্রুতি দেখিয়ে দিয়েছে যে, নতুন চিন্তাভাবনা এবং সক্রিয়তা কেবল স্বপ্ন নয়, বাস্তবও হতে পারে। মামদানি ম্যাজিকে এখন উচ্ছ্বসিত নিউ ইয়র্কবাসী। আর গোটা বিশ্ব তাকিয়ে দেখছে কীভাবে এক তরুণ নেতা ট্রাম্প প্রশাসনের দুর্গে বসে প্রজন্মের পরিবর্তন ঘটাচ্ছেন। রিপাবলিকান প্রার্থী কার্টিস সিলওয়া চরমভাবে পরাজিত হয়েছেন। ডেমোক্রেট দল থেকে প্রার্থিতা না পাওয়া স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমোও বিশাল ব্যবধানে হেরে গেছেন। তিনি একজন ডেমোক্রেট হলেও শেষ মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তাকে সমর্থন দেন। বলেন, একজন কমিউনিস্টকে সমর্থনের চেয়ে কুমো মন্দের ভালো।এদিকে বিজয়ী হয়ে প্রায় আধ ঘণ্টার ভাষণ দিয়েছেন মামদানি। সেখানে ট্রাম্পকে তুলোধুনো করেছেন। তার বক্তব্যের সুরে মনে হয়েছে তিনি খোদ প্রেসিডেন্টের বিপরীতে জয় পেয়েছেন। মামদানি বলেন- ডনাল্ড ট্রাম্প, আপনি চিৎকার করতে থাকুন। বিশ্বের এক নম্বর শক্তিধর ব্যক্তি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রকাশ্য বিরোধিতা ও হুমকি সত্ত্বেও নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হয়ে জোহরান মামদানি দেখিয়ে দিলেন ক্যারিশমা। তার কাছে পরাজয় স্বীকার করে বিবৃতি দিয়েছেন রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া। পাশাপাশি মামদানিকে অভিনন্দন জানিয়েছেন তিনি। ডেমোক্রেট সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও অভিনন্দন জানিয়েছেন মামদানিকে। ওদিকে মামদানির পার্টি অফিস উল্লাসে ফেটে পড়ছে। পড়বেই বা না কেন? একই সঙ্গে তিনি ক্ষমতাসীন প্রেসিডেন্টের বিরোধিতাকে উপেক্ষা করে মেয়র নির্বাচিত হয়েছেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কোনো মুসলিম মেয়র তিনি। একই সঙ্গে নিউ ইয়র্কের ইতিহাসে গত একশত বছরের মধ্যে তিনিই সবচেয়ে কম বয়সী মেয়র নির্বাচিত হলেন। তিনিই প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র। এক সঙ্গে এত্ত রেকর্ড গড়া মামদানি শিবির তাই আনন্দে ফেটে পড়ছে। এ খবর দিয়ে অনলাইন বিবিসি, সিএনএন বলছে, ডেমোক্রেটরা ভার্জিনিয়া ও নিউ জার্সির গভর্নর নির্বাচনেও জয় পেয়েছে। এটাকে প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম নির্বাচনী পরীক্ষা হিসেবে বিবেচনা করা হচ্ছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, যদি মামদানি স্বতন্ত্র প্রার্থী অ্যানড্রু কুমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াকে পরাজিত করেন, তবে তিনি নিউ ইয়র্ক সিটির ফেডারেল অর্থায়ন কেটে দেবেন। ব্রুকলিনে মামদানির পার্টি অফিস এলাকা থেকে বিবিসি’র সাংবাদিক কায়লা এপস্টেইন বলছেন, মামদানির জয়ের সংবাদটি ভিড়ের মধ্যে ঢেউয়ের মতো আছড়ে পড়তে শুরু করেছে। ঘরের পেছনের দিকে, নিউ ইয়র্কের পাবলিক এডভোকেট জুমানি উইলিয়ামস নাচতে শুরু করেছেন, আনন্দে লাফাচ্ছেন।

Manual5 Ad Code

বিজয়ী ভাষণে যা বললেন মামদানি: ইতিহাস রচনা করে নিউ ইয়র্কে মেয়র নির্বাচিত জোহরান মামদানি সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন। জয়ের পর বলেছেন, নিউ ইয়র্কের নতুন প্রজন্মকে ধন্যবাদ। আমরা তোমাদের জন্য লড়াই করবো, কারণ আমরা তোমরাই। ভবিষ্যৎ আমাদের হাতে। বন্ধুরা, আমরা একটি রাজনৈতিক ‘ডাইনেস্টি’কে পতন ঘটিয়েছি। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। ৩০ মিনিটের কম সময়ের বক্তব্যে মামদানি সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে বলেন, ‘ডনাল্ড ট্রাম্প, যেহেতু আমি জানি আপনি দেখছেন, আপনার জন্য আমার চারটি শব্দ আছে- ‘টার্ন দ্য ভলিউম আপ’। অর্থাৎ আপনি চিৎকার করতে থাকুন। আমাদের কাউকে আঘাত করতে চাইলে আপনাকে আমাদের সবার মধ্যদিয়ে যেতে হবে। যদি কেউ একটি জাতিকে দেখাতে পারে যে, ট্রাম্প দ্বারা কীভাবে প্রতারিত হওয়া যায় এবং তাকে পরাজিত করা যায়, তবে তা হলো সেই শহর যা তাকে গড়ে তুলেছে। আমি সেই দুর্নীতির সংস্কৃতির অবসান ঘটাবো যা বিলিয়নিয়ারদের, যেমন ট্রাম্পকে, কর ফাঁকি দিতে এবং কর সুবিধা কাজে লাগাতে সক্ষম করেছে।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ