বাস মিনিবাস কোচ মাইক্রোবাস লালাবাজার উপকমিটির ত্রি বার্ষিক নির্বাচন সম্পন্ন

প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৫

বাস মিনিবাস কোচ মাইক্রোবাস লালাবাজার উপকমিটির ত্রি বার্ষিক নির্বাচন সম্পন্ন

Manual8 Ad Code

সিলেট জেলা বাস মিনিনাস কোচ মাইক্রোবাস সড়ক পরিবহনের শ্রমিক ইউনিয়ন রেজি:নং বি ১৪১৮ এর অন্তর্ভুক্ত লালাবাজার শাখার ত্রি-বার্ষিক নির্বাচন (২০২৫-২০২৮) সম্পন্ন হয়েছে গত ৪/১১/২০২৫ মঙ্গলবার লালাবাজার মাইক্রোবাস শাখা উপকমিটির কার্যালয়ে

Manual3 Ad Code

উক্ত নির্বাচনে যারা জয়ী হলেন তারা হলেন,
সভাপতি পদে নির্বাচিত হোন :
(১) মো.আবদুল আলীম তিনি শাপলা ফুল মার্কায় (৫৯) ভোট পেয়ে তার প্রতিদ্বন্দ্বী (২)মো.বেলাল আহমদ ও (৩) মো.শাহিন আহমদ কে পরাজিত করে জয় লাভ করেন।সহ-সভাপতি পদে নির্বাচিত হোন :
মো.জাহেদ আহমদ কবুতর মার্কায় (৬৭)ভোট পেয়ে তার প্রতিদ্বন্দ্বী মো.জামাল খান কে পরাজিত করেন।
সম্পাদক পদে নির্বাচিত হোন :
মো.জাকির হোসেন বাইসাইকেল মার্কায় (৭২)ভোট পেয়ে তার প্রতিদ্বন্দ্বী মো. শামিম আহমদ কে পরাজিত করেন।
সহসম্পাদক পদে নির্বাচিত হোন :
উজ্জ্বল মিয়া দেয়াল ঘড়ি মার্কায় (৬২) ভোট পেয়ে তার প্রতিদ্বন্দ্বী মো.রিয়াজ উদ্দিন আহমদ কে পরাজিত করেন।
সাংগঠনিক পদে নির্বাচিত হোন :
মো.ফখরুল ইসলাম টেবিল ফ্যান মার্কায় (৬৭) ভোট পেয়ে তার প্রতিদ্বন্দ্বী মো. আখতার আলী কে পরাজিত করেন। কোষাধ্যক্ষ পদে আর কোন প্রার্থী না থাকায়
নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ নির্বাচিত হোন মো.আকরাম আলী ও সদস্য পদে ফুটবল মার্কায় (৭২) ভোট পেয়ে শাহজাহান মিয়াকে পরাজিত করে জয় লাভ করেন।
উলেখ্য:

Manual8 Ad Code

ত্রি বার্ষিক নির্বাচনে মোট ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন,তারা হলেন,সভাপতি পদে, মো.শাহিন উদ্দিন,মো.বেলাল আহমদ, মো.আবদুল আলীম,সহ-সভাপতি পদে মো.জাহেদ আহমদ, জামাল খান,সম্পাদক পদে মো.জাকির হোসেন,মো.শামিম মিয়া,সহসম্পাদক, উজ্জ্বল মিয়া,রাজু আহমদ, সাংগঠনিক পদে,মো.আখতার আলী,মো.ফখরুল ইসলাম, কোষাধ্যক্ষ একরাম আলী,সদস্য দুই জন সেলিম আহমদ, শাহজাহান মিয়া।

মঙ্গলবার সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত এ ভোট অনুষ্ঠিত হয়।
ভোট গ্রহণের প্রদান দায়িত্বে ছিলেন, সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক মাহবুব মিয়া(মবু) যুগ্ম সম্পাদক আলি আকবর রাজন,প্রিসাইডিং অফিসার সেলিম আহমদ।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ