ভাস্কর’ এর উদ্যোগে কবি-গবেষক প্রফেসর নৃপেন্দ্রলাল দাশের ৭৭তম জন্মদিন উদযাপিত

প্রকাশিত: ১১:২৪ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৫

ভাস্কর’ এর উদ্যোগে কবি-গবেষক প্রফেসর নৃপেন্দ্রলাল দাশের ৭৭তম জন্মদিন উদযাপিত

Manual1 Ad Code

বিশিষ্ট কবি গবেষক প্রফেসর নৃপেন্দ্রলাল দাশ তাঁর সৃষ্টির মৌলিকত্বে বেঁচে অনন্তকাল। কবিতা, প্রবন্ধ, উপন্যাস, ভ্রমণকাহিনী মিলে এ পর্যন্ত তাঁর ১২৪ টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। তাঁর পঠন-পাঠনের গভীরতা, কবিতা ও গদ্যশৈলির ওজস্বিতা এবং বাগ্মিতার মাধুর্য কেবল মুগ্ধতা ছড়ায়।

Manual4 Ad Code

আজ ০৬ নভেম্বর নৃপেন্দ্রলাল দাশের ৭৭ তম জন্মদিনে ‘ভাস্কর’ আয়োজিত এক আনন্দআড্ডা অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। ভাস্কর প্রকাশন-এর জিন্দাবাজারস্থ রাজাম্যানশনের কার্যালয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি ও লোকসংস্কৃতি গবেষক ডক্টর আবুল ফতেহ ফাত্তাহ। ভাস্কর সম্পাদক কবি পুলিন রায়ের সভাপতিত্বে ও কবি ধ্রুব গৌতমের সঞ্চালননায় বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট গল্পকার জামান মাহবুব, গবেষক লেখক মিহিরকান্তি চৌধুরী ও কবি মোস্তাক আহমাদ দীন। অনুভূতি ব্যক্ত করেন কবি নৃপেন্দ্রলাল দাশের সহধর্মিণী অবসরপ্রাপ্ত শিক্ষকা মমতা দাশ। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন ছড়াকার বিধুভূষণ ভট্টাচার্য, ছড়ালোক সম্পাদক ছড়াকার শাহাদাত বখত শাহেদ, লেখক রনদীপম বসু, গল্পকার মাধব রায়, ‘গাগরা’ সম্পাদক লুৎফুর রহমান, কবি শামীমা আক্তার ঝিনু, কবি জান্নাত আরা খান পান্না, কবি বিপ্লব নন্দী ও সাংবাদিক এমরান ফয়সল।
শুরুতে কবি নৃপেন্দ্রলাল দাশকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। শুভেচ্ছা জানায় বাংলাদেশ প্রগতি লেখক সংঘ ও ছড়ালোক।
বিজ্ঞপ্তি

Manual7 Ad Code