অতীতের মতো নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই : সিলেটে নির্বাচন কমিশনার

প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৫

অতীতের মতো নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই : সিলেটে নির্বাচন কমিশনার

Manual4 Ad Code

সিলেটে সাংবাদিকদের সাথে আলাপকালে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম।

ডেস্ক রিপোর্ট ::
সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় শাপলা না থাকায় তা দেয়া যাচ্ছে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম।
রোববার সকালে সিলেট পুলিশ লাইনসে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

Manual2 Ad Code

এ সময় তিনি আরো বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

Manual1 Ad Code

সবার সহযোগিতায় সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন, অতীতের মতো নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। পাশাপাশি বিতর্কিত কেউ আগামী নির্বাচনী দায়িত্বে থাকতে পারবেন না বলেও জানান তিনি।

Manual6 Ad Code

আওয়ামীলীগের কার্যক্রম স্থগিত থাকায়, সেবিষয়ে অন্তর্বর্তী সরকারের বক্তব্যই তাঁর বক্তব্য বলে জানান তিনি।

Manual8 Ad Code

এসময় সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী, সিলেটের পুলিশ সুপার মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।