সিলেটে হাতে হাত রাখলেন আরিফুল – মুক্তাদির

প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৫

সিলেটে হাতে হাত রাখলেন আরিফুল   – মুক্তাদির

Manual4 Ad Code

সিলেটে হাতে হাত রাখলেন আরিফুল হক চৌধুরী ও খন্দকার আব্দুল মুক্তাদির। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের জয় নিশ্চিতেই তাদের হাতে হাত রাখা। এমনকি দু’জনকে কানে কানে কথা বলতেও দেখা গেছে।
শুক্রবার (৭ নভেম্বর) বিকালে সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে তাদের এ অবস্থার একটা ভিডিও এখন নেট দুনিয়ায় রীতিমতো ভাইরাল।
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিকেলে নগরীতে এক র‌্যালি বের করে সিলেট জেলা ও মহানগর বিএনপি।
র‌্যালির আগে ঐতিহাসিক কোর্ট পয়েন্টে অনুষ্টিত হয় সংক্ষিপ্ত সভা। এসময় সেখানে উপস্থিত ছিলেন সিলেট-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট-৩ আসনের প্রার্থী ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালিক, সিলেট-৪ আসনের প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা, সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীসহ জেলা ও মহানগর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় তারা সিলেটের যেকোনো আসনে ধানের শীষ প্রতিকের জয় নিশ্চিতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দেন।

এক পর্যায়ে উপস্থিত নেতাকর্মীরা ‘ধানের শীষ’ ‘ধানের শীষ’ বলে শ্লোগান দিতে থাকলে সাবেক মেয়র ও সিলেট-৪ আসনে বিএনপি মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী আরিফুল হক চৌধুরী সিলেট-১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের হাত ধরে উপরে তুলে ধরেন।

Manual1 Ad Code

অন্যান্য নেতৃবৃন্দও নিজেদের হাত তুলে ধরেন। এসময় কানে কানে দু’জনকে কথা বলতেও দেখা গেছে।

Manual3 Ad Code

উল্লেখ্য, সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সিলেট-১ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এ নিয়ে দু’জনের কর্মী-সমর্থকদের মধ্যে দ্বিধা-দ্ব›দ্ব থাকলেও এ ঘটনার পর তা অবসান হতে পারে বলে ধারনা দলীয় সূত্রগুলোর।

Manual6 Ad Code