ঢাকা ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৫

ডেস্ক রিপোর্ট ::
সিলেটে চোরাই পণ্যের বিশাল চালানসহ রয়েল ও আজির নামক দুই চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে শাহপরান থানাপুলিশ।
রবিবার (১৯ অক্টোবর) সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুরমা বাইপাস পয়েন্ট থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন জৈন্তাপুরের হরিপুর এলাকার আনজব আলীর ছেলে আজির উদ্দিন (৫৫) ও কুষ্টিয়ার দৌরতপুর থানার চর সাদিপুর গ্রামের মো. নাসিরের ছেলে মোহাম্মদ রয়েল ইসলাম (২৮)।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
পুলিশ জানায়, ঢাকা মেট্রো-ন ১৬-১৮০৯ নম্বরের কাভার্ড ভ্যানটি থেকে ৫৬ বস্তায় মোট ২,০৭১ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। এর মধ্যে ১,৪৮২ পিস ভারতীয় কাতান শাড়ি এবং বিভিন্ন ব্র্যান্ডের আরও ৫৮৯ পিস শাড়ি রয়েছে। উদ্ধারকৃত শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৭১ লাখ ৬ হাজার টাকা।
অভিযানে কাভার্ড ভ্যানটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আটক ব্যক্তিরা হলেন— আজির উদ্দিন (৫৫), পিতা আনজব আলী, হরিপুর গ্রামের বাসিন্দা, থানা জৈন্তাপুর, জেলা সিলেট; এবং মোহাম্মদ রয়েল ইসলাম (২৮), পিতা নাসির, চর সাদিপুর গ্রামের বাসিন্দা, থানা দৌলতপুর, জেলা কুষ্টিয়া।
শাহপরান (রহ.) থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Design and developed by sylhetalltimenews.com