সিলেট-৬: প্রার্থী রিভিউ দাবি ও এমরান আহমদ চৌধুরীর খোলাচিঠি

প্রকাশিত: ২:০২ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৫

সিলেট-৬: প্রার্থী রিভিউ দাবি ও এমরান আহমদ চৌধুরীর খোলাচিঠি

Manual1 Ad Code

মনোনয়ন পাওয়ার পর আনুষ্ঠানিক প্রচারে নামার দিনই প্রার্থী রিভিউর দাবি উঠায় হঠাৎ আলোচনায় আসেন সিলেট-৬ আসনের বিএনপির মনোনয়নপ্রাপ্ত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

Manual7 Ad Code

বিয়ানীবাজার উপজেলা ও পৌর বিএনপি ৭ নভেম্বরের আলোচনা সভায় এই আসনে এমরান আহমদ চৌধুরীকে কম ভোটারপ্রিয় দাবি করে প্রার্থী রিভিউ করার আহ্বান জানান। এ খবর ৯ নভেম্বর রোববার এমরান আহমদ চৌধুরীর আনুষ্ঠানিক প্রচারণা শুরুর সঙ্গে সঙ্গে গণমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এরপর ১০ নভেম্বর ভোররাতে নিজ ফেসবুকে একটি খোলা চিঠি প্রকাশ করেন এমরান আহমদ চৌধুরী। সেখানে তিনি প্রার্থী রিভিউ দাবিকে তার বিরুদ্ধে অপপ্রচার বলে দাবি করেন।
তার ফেসবুকে প্রচারিত খোলা চিঠিটি হুবহু তুলে ধরা হলো—

Manual1 Ad Code

আসসালামু আলাইকুম,

প্রিয় রাজনৈতিক সহযোদ্ধা, সহকর্মী, িআত্মীয়-স্বজন ও আমার নির্বাচনী এলাকা গোলাপগঞ্জ-বিয়ানীবাজার নিয়ে গঠিত সিলেট-৬ আসনের সর্বস্তরের প্রাণপ্রিয় নাগরিকবৃন্দ,
আশা করি আপনারা সকলে ভালো আছেন। মহান রাব্বুল আলামিনের কৃপায় এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।

Manual7 Ad Code

আপনাদের সকলের অবগতির জন্যই আমার আজকের এ বার্তা। আপনারা সবাই জানেন, গত ৩ নভেম্বর বিএনপির চেয়ারপারসন, আমার প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমার রাজনৈতিক দিকনির্দেশক জনাব তারেক রহমানের নির্দেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট-৬ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমার নাম বিএনপির দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

এরপর থেকে কিছু রাজনৈতিক প্রতিপক্ষ প্রতিহিংসাপরায়ণ হয়ে নানাভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। যা রাজনৈতিক প্রতিযোগিতা নয়, বরং সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা।

সুতরাং আমি আপনাদের অনুরোধ জানাচ্ছি— এমন অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। চিন্তা করে দেখুন, ৩ নভেম্বরের আগে আমার বিরুদ্ধে কিন্তু কোনো ধরনের অপপ্রচার হয়নি। অথচ আমি দলীয় মনোনয়ন পাওয়ার সঙ্গে সঙ্গেই কতিপয় রাজনৈতিক লেবাসধারী ব্যক্তি আড়াল থেকে আমার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছেন। তাই আমি বিশ্বাস করি, আপনারা বিভ্রান্ত হবেন না।

ফ্যাসিস্টদের সুবিধাভোগীরা নানা ষড়যন্ত্র করবেই, কিন্তু দিনশেষে সত্যের বিজয় হবেই। ষড়যন্ত্রকারীরা ভেসে যাবে।

Manual5 Ad Code

আল্লাহ আমাদের সহায় হোন।

আপনাদের
অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী