হাসিনাকে জিয়াউর রহমানের ‘অর্ধাঙ্গিনী’ বলা সেই বিএনপি নেতাকে শোকজ

প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৫

হাসিনাকে জিয়াউর রহমানের ‘অর্ধাঙ্গিনী’ বলা সেই বিএনপি নেতাকে শোকজ

Manual1 Ad Code

সিলেট অলটাইম নিউজ :কুমিল্লার তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদি হাসান সেলিমকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে কুমিল্লা (উত্তর) জেলা বিএনপি।

দলের মধ্যে নেতিবাচক প্রভাব এবং দলের নেতাকর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করার অভিযোগে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। সোমবার (১০ নভেম্বর) এ নোটিশ পাঠানো হয়েছে বলে জেলা বিএনপির  কমিটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

Manual5 Ad Code

জানা যায়, গত ৭ নভেম্বর তিতাস উপজেলার গাজীপুরে তিতাস ভবনে  বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদি হাসান সেলিম তার বক্তব্য রাখেন। ১১ সেকেন্ডের  ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী জননেত্রী শেখ হাসিনাকে শ্রদ্ধা ভরে স্বরণ করছি’। তখন উপস্থিত নেতৃবৃন্দ সাংবাদিকদেরকে  ভিডিও বন্ধ করার জন্য বলতে শোনা যায়।

Manual3 Ad Code

এ বিষয়ে মেহেদি হাসান সেলিম তার ফেসবুক আইডি থেকে এক বিবৃতিতে লিখেছেন, প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। ৭ নভেম্বর ২০২৫ ইং তারিখ, সকাল ১১টায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাজীপুরের তিতাস ভবনে তিতাস উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাধীনতার মহান ঘোষক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করছিলাম। তখন ভুলক্রমে বক্তব্যের শেষ পর্যায়ে আমি অন্য একটি নাম উল্লেখ করি। সাথে সাথে ভূল বুঝতে পেরে উপস্থিত নেতৃবৃন্দের কাছে আমি ক্ষমা প্রার্থনা করি। এটি ছিল একটি স্লিপ অব টাং এবং আমার অজান্তে এই ভুলটি ঘটে।

Manual4 Ad Code