ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৫
সিলেট অলটাইম নিউজ :সিলেট নগরবাসীর স্বাচ্ছন্দের জন্য ইতিমধ্যে হকারদের উচ্ছেদ করে ফুটপাত মুক্ত করা হয়েছে। ব্যাটারিচালিত অটোরিকা চলাচলও হ্রাস পেয়েছে অনেক। কিন্তু তবু যানজট থেকেই যাচ্ছে। কিছুটা কমলেও তা আশানুরূপ নয়।
এর কারণ, হকারমুক্ত ফুটপাত দখল করে অবৈধভাবে যানবাহন পার্কিং। এবার এর বিরুদ্ধেও অভিযান শুরু করেছে জেলা প্রশাসন।
সোমবার (১০ নভেম্বর) বিকালে নগরীর জিন্দাবাজার পয়েন্ট থেকে বারুতখানা পয়েন্ট পর্যন্ত অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার মো. রাকিবুল আলম।
এসময় সিলেট মহানগর পুলিশ ও সিলেট সিটি কর্পোরেশনের নিরাপত্তা কর্মীরা তাকে সার্বিক সহযোগীতা করেন।এসময় তিনি গণমাধ্যমকে বলেন, নগরবাসীর স্বচ্ছন্দে চলাফেরার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছ্। হকার উচ্ছেদ করা ফুটপাতে যানবাহন পার্কিং করা বেআইনী। আজ কিছু জরিমনা আদায় করা হয়েছে। বেশীর ভাগকেই সতর্ক করেছি। আশা করছি তারা আরও সতর্ক হবেন। অন্যতায় আমরা আরও কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবো।
Design and developed by sylhetalltimenews.com