ড.শিপলুকে না পেয়ে চাচাত ভাইকে আটক

প্রকাশিত: ১১:৫১ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৫

ড.শিপলুকে না পেয়ে  চাচাত ভাইকে  আটক

Manual6 Ad Code

সিলেট অলটাইম নিউজ :সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলুকে গ্রেফতারের উদ্দেশ্যে গতকাল ১১ নভেম্বর সোমবার ভোর রাতে ছড়ারপাড়স্হ বাড়িতে পুলিশ অভিযান চালায়। এ সময় ডা শিপলুকে না পেয়ে তার আপন চাচাত ভাই ১৬ বছর বয়েসী আকরাম আহমদকে পুলিশ আটক করে নিয়ে যায়।

Manual6 Ad Code

পুলিশের একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে। পুলিশের উদ্ধৃতিতে জানা যায় ডা. আরমান আহমদ শিপলুর বিরুদ্ধে ৫ আগস্টের পর একাধিক মামলা রয়েছে। ডা. শিপলু সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার সরকার ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। পুলিশি অভিযান পরিচালনার সময় ডা. শিপলু বাড়িতে ছিলেন না। ডা. শিপলুকে না পেয়ে তার পাশের বাড়িতে নিজ বাসায় অবস্হান করা ছোট চাচার ১৬ বছর বয়সী ছেলে আকরাম আহমদকে কোন মামলা ছাড়াই গ্রেফতার করে নিয়ে যায়৷ আকরাম সিলেট নগরীর খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুলের নবম শ্রেণির ছাত্র। এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে বলা হয় আকরাম নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের সক্রিয় সদস্য। সে অন্তর্বর্তীকালীন সরকার বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছে। এই ব্যাপারে গ্রেফতারকৃত আকরামের বাবা এনাম আহমদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন পুলিশ আমাদের বাড়িতে অভিযান পরিচালনার সময় আমার ভাতিজা ডা. শিপলু ও আমাকে খুঁজতে থাকে। পরে তারা আমার ভাতিজাকে না পেয়ে আমার ঘরে ডাকাডাকি করতে থাকে। এক পর্যায়ে স্কুল পড়ুয়া আমার ছোট ছেলে আকরাম দরজা খুলে দিলে পুলিশ তাকে কোন কারণ ছাড়াই ধরে নিয়ে যায়। এ ব্যাপারে ডা. শিপলুর সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তিনি কান্নাজড়িত কন্ঠে বলেন দেশে এখন আর আইনের শাসন নেই। মানুষের জান মালের নিরাপত্তা নেই। আমাকে পরিবারের সদস্যসহ প্রাণনাশের উদ্দেশ্যে বাড়িতে একাধিক বার হামলা করা হয়েছে। আমার চাচাত ভাই ১৬ বছরের এই শিশুকে বিনা অপরাধে পুলিশ ধরে নিয়ে গেছে।

 

Manual8 Ad Code