সাবেক স্ত্রী, প্রেমিকাদের সঙ্গে বিরল পুনর্মিলন মাইক জ্যাগারের

প্রকাশিত: ১১:১৮ পূর্বাহ্ণ, অক্টোবর ২০, ২০২৫

সাবেক স্ত্রী, প্রেমিকাদের সঙ্গে বিরল পুনর্মিলন মাইক জ্যাগারের

আন্তর্জাতিক ডেস্ক :লন্ডনে শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো ঝলমলে বৃটিশ মিউজিয়াম বল। সেখানে হাজির হয়ে সবাইকে চমকে দিলেন কিংবদন্তি সংগীতশিল্পী মাইক জ্যাগার (৮২)। পাশে ছিলেন তার বর্তমান বাগদত্তা মেলানি হ্যামরিক (৩৮)। একই অনুষ্ঠানে উপস্থিত হন তার দুই সাবেক জীবনসঙ্গী- বিয়াঙ্কা জ্যাগার (৮০) ও জেরি হল (৬৯)। জেরি হল ছিলেন তাদের মেয়ে এলিজাবেথ (৪১)-এর সঙ্গে। বিয়াঙ্কা ও মাইক জ্যাগারের বিয়ে হয় ১৯৭১ সালে। বিচ্ছেদ ঘটে ১৯৭৮ সালে। তাদের এক কন্যা আছেন। নাম জেড জ্যাগার (৫৩)। অন্যদিকে, জেরি হল ছিলেন মাইক জ্যাগারের দীর্ঘদিনের সঙ্গী। ১৯৭৭ থেকে ১৯৯৯ পর্যন্ত তারা একসঙ্গে ছিলেন। তাদের চারটি সন্তান আছেন। তারা হলেন এলিজাবেথ (৪১), জেমস (৪০), জর্জিনা (৩৩) ও গ্যাব্রিয়েল (৩৯)। শনিবারের অনুষ্ঠানে মাইক জ্যাগার পরেছিলেন কালো স্যুট, আর মেলানি পরেছিলেন সোনালি ফুলেল গাউন, যা ছিল অত্যন্ত মার্জিত ও রাজকীয়। সাবেক মডেল বিয়াঙ্কা ছিলেন ক্রিম রঙের থ্রি-পিস স্যুটে, সঙ্গে ফেডোরা টুপি ও হাতে হাঁটার ছড়ি।