​সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে শর্টগানের কার্তুজ উদ্ধার

প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৫

​সুনামগঞ্জ  ডিবি পুলিশের  বিশেষ অভিযানে  শর্টগানের কার্তুজ উদ্ধার

Manual3 Ad Code

সিলেট অলটাইম নিউজ :​সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ শর্টগানের কার্তুজ উদ্ধার করেছে।

শনিবার (১৫ নভেম্বর) সকালে জেলার জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার এলাকা থেকে মোট ৯৫০ রাউন্ড ১২ বোর শর্টগানের কার্তুজ জব্দ করা হয়। এ ঘটনায় অবৈধভাবে কার্তুজ বহনের অভিযোগে ঘটনাস্থল থেকে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

​গ্রেফতারকৃতরা হলেন সুনামগঞ্জ সদর থানার রাধানগর এলাকার আমপাড়া গ্রামের বাসিন্দা মো. মামুন মিয়া (২৩) এবং মো. উবায়দুল (২১)।

জব্দকৃত কার্তুজ ও গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

​ডিবি পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল ৬টার দিকে ডিউটিরত এসআই আব্দুর রহিম জীবান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, বিশ্বম্ভরপুর থানার চালবন এলাকা থেকে রাধানগর হয়ে জামালগঞ্জের সাচনা বাজারের দিকে দুটি মোটরসাইকেলে অবৈধ শর্টগানের কার্তুজ বহন করা হচ্ছে।

Manual1 Ad Code

​এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি বিশেষ দল দ্রুত সাচনা বাজার এলাকায় গিয়ে কৌশলগত অবস্থান নেয়।

​সকাল ৭টার দিকে দুটি সন্দেহজনক মোটরসাইকেলকে আসতে দেখে ডিবি পুলিশ তাদের থামার নির্দেশ দেয়। পুলিশি উপস্থিতি টের পেয়ে একটি মোটরসাইকেলে থাকা আরোহীরা দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়। তবে অন্য মোটরসাইকেলটি আটক করে তল্লাশি চালানো হলে মোটরসাইকেলের সিটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৯৫০ রাউন্ড ১২ বোর কার্তুজ উদ্ধার করা হয়।

Manual3 Ad Code

​কার্তুজ উদ্ধারের পরপরই ঘটনাস্থল থেকে মো. মামুন মিয়া ও মো. উবায়দুলকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

​ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অবৈধ কার্তুজ বহনের ঘটনায় গ্রেফতারকৃত দুইজনসহ পলাতক অন্য দুইজনের বিরুদ্ধে জামালগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়াও বর্তমানে চলমান রয়েছে।

Manual7 Ad Code

সুনামগঞ্জ জেলায় অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিরুদ্ধে ডিবি পুলিশের অভিযান

Manual3 Ad Code