গোয়াইনঘাটে দুই বিএনপি নেতার সমর্থনে পৃথক কর্মসূচি

প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৫

গোয়াইনঘাটে  দুই বিএনপি নেতার সমর্থনে পৃথক কর্মসূচি

Manual3 Ad Code

সিলেট অলটাইম নিউজ :সিলেটের গোয়াইনঘাট উপজেলা সদরে শনিবার (১৫ নভেম্বর) দুই বিএনপি নেতার সমর্থনে পৃথক কর্মসূচি পালিত হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে স্থানীয়রা এগুলোকে ‘পাল্টাপাল্টি শোডাউন’ হিসেবে দেখছেন।

সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের দুবারের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী মতবিনিময় সভা করেন।

তিনি স্থানীয় নেতাদের সঙ্গে আলোচনায় অংশ নিয়ে সিলেট-৪ (গোয়াইনঘাট–কোম্পানীগঞ্জ–জৈন্তাপুর) আসনে মনোনয়ন ও উন্নয়ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

Manual3 Ad Code

সভায় তিনি বলেন, ‘দলের সিদ্ধান্তে আমি আপনাদের খেদমতে এসেছি। নির্বাচিত হলে এক বছরের মধ্যে গোয়াইনঘাটের চিত্র বদলে যাবে।’

Manual1 Ad Code

সভা শেষে আরিফুল হকের নেতৃত্বে মিছিল বের হয় এবং তিনি গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। এ সময় জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতারা তার সঙ্গে ছিলেন।

Manual3 Ad Code

অপরদিকে সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলা সদরের শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করে স্থানীয় বিএনপির একাংশ। মিছিলকারীরা সিলেট-৪ আসনে উপজেলা সদরের আবদুল হাকিম চৌধুরীকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার দাবি জানায়। তারা বিভিন্ন স্লোগান দেন, যেমন: ‘লোকাল না বাইরা, লোকাল লোকাল’, ‘হাকিম ভাই হাকিম ভাই, হাকিম ছাড়া উপায় নাই’।

Manual4 Ad Code

আবদুল হাকিম চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘জৈন্তাপুরের জামায়াত প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে একজন স্থানীয় ও শক্তিশালী প্রার্থী থাকা প্রয়োজন। স্থানীয়রা তাই আমাকে প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার দাবিতে কর্মসূচি পালন করছেন। তবে দল যে সিদ্ধান্ত নেবে, সেটাই চূড়ান্ত।’

উল্লেখ্য, সিলেট-৪ আসনে আরিফুল হক চৌধুরী, আবদুল হাকিম চৌধুরী ও হেলাল উদ্দিন আহমদের পাশাপাশি কেন্দ্রীয় নেতারা মনোনয়নপ্রত্যাশী।

এছাড়া জামায়াতের প্রার্থী হিসেবে দীর্ঘদিন মাঠে কাজ করছেন জেলা কমিটির সেক্রেটারি জয়নাল আবেদীন।