ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের ব্যবসার জন্য লালদিঘির পাড়ে অস্থায়ী শেড

প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২৫

ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের ব্যবসার জন্য লালদিঘির পাড়ে অস্থায়ী শেড

Manual7 Ad Code

নিউজ ডেস্ক :নগরীর যানজট নিরসন ও সড়ক-ফুটপাত হকারমুক্ত করার লক্ষ্যে লালদিঘিরপাড়ে অস্থায়ী হকার শেড তৈরি করে দিয়েছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। ভ্রাম্যমাণ হকারদের পুনর্বাসনের জন্য নির্মিত অস্থায়ী বাজারে কোনোরকম ভাড়া ছাড়াই ব্যবসার সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে। ইতোমধ্যে নগরীর বিভিন্ন স্থান থেকে হকাররা এখানে আসতে শুরু করেছেন।রবিবার অনেক হকারকে তাদের পসরা দিয়ে হকার শেডে বসতে দেখা গেছে।

Manual7 Ad Code

সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার ফলে দীর্ঘদিন ধরে সিলেট নগরীতে যানজটের সৃষ্টি হচ্ছিল। এর ফলে নগরবাসীর হাটাচলায়ও প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছিল। এ সমস্যা থেকে মুক্তির জন্য সিলেট সিটি কর্পোরেশন সিলেট সিটি কর্পোরেশন ভ্রাম্যমাণ হকারদের বসার জন্য লালদিঘিরপাড়ে হকার শেড তৈরি করে দিয়েছে । ভ্রাম্যমাণ হকাররা এখন রাস্তা-ফুটপাত ছেড়ে লালদিঘির পাড়ের নির্ধারিত স্থানে স্বাচ্ছন্যেয  তাদের ব্যবসা পরিচালনা করতে পারবেন। এতে নগরীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত হবে। এতে যানজট কমার পাশাপাশি নগরবাসী স্বাচ্ছন্দ্যে হাটাচলাও করতে পারবেন। বাড়বে নগরীর সৌন্দর্যও।

Manual4 Ad Code

নগরভবনের ঠিক পেছনে লালদিঘির পাড় মাঠে নতুন দশটি গলিতে ইট, বাঁশ ও ত্রিপল দিয়ে অস্থায়ী শেড নির্মাণ করা হয়েছে।নতুন রাস্তা ও ড্রেন তৈরি করে দেওয়া হয়েছে। ব্যবসায়ীদের সুবিধার্থে স্থাপন করা হয়েছে টয়লেটও। বাজারে প্রবেশের জন্য রয়েছে তিনটি প্রবেশপথ।কাঁচা বাজার, মাছ বাজার, কাপড়ের দোকানসহ বিভিন্ন ব্যবসার জন্য সাইনবোর্ড টানিয়ে স্থান চিহ্নিত করা হয়েছে।সিসিকের পক্ষ থেকে সার্বক্ষণিক বাজার মনিটরিংয়েরও ব্যবস্থা করা হয়েছে। হকারদের সচেতন করতে সিসিক ও সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে মাইকিংসহ প্রচার কাজ চালানো হয়েছে।

Manual2 Ad Code

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, ‘নগরী যানজটমুক্ত করতে এবং সিলেট নগরীর বাসিন্দাদের নির্বিঘ্ন চলাচলের স্বার্থে আমরা ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের ব্যবসার জন্য লালদিঘির পাড়ে অস্থায়ী শেড তৈরি করে দিয়েছি। ব্যবসায়ীরা যাতে নির্বিঘ্নে ব্যবসা করতে পারেন সেই ব্যবস্থা করে দিয়েছি। আশা করি এখন হকাররা নগরীর রাস্তা ও ফুটপাত ছেড়ে লালদিঘিরপাড়ে চলে আসবেন। আমরা ব্যবসায়ীদের কাছ থেকে কোনো ভাড়াও নিচ্ছি না। কাউকে কোনো টাকা দিতে হবে না।’