বিজিবির অভিযানে ভারতীয় জিরাসহ বিপুল পরিমাণ অবৈধ মালামাল আটক

প্রকাশিত: ১১:৩২ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৫

বিজিবির অভিযানে ভারতীয় জিরাসহ বিপুল পরিমাণ অবৈধ মালামাল আটক

Manual8 Ad Code

সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ অভিযানে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় জিরাসহ বিপুল পরিমাণ অবৈধ মালামাল আটক করা হয়েছে। বিজিবি বলছে, এসব মালামাল মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয় এবং এ ঘটনায় কোনো ব্যক্তিকে আটক করা যায়নি।

Manual1 Ad Code

 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর সুরাইঘাট বিওপির একটি বিশেষ টহল দল কানাইঘাট উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতি সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। সকাল সাড়ে ৯টার দিকে ধানের তুষ ভর্তি একটি সন্দেহভাজন ট্রাককে থামানোর সিগন্যাল দিলে চালক তা উপেক্ষা করে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। পরে টহল দল সেটিকে ধাওয়া করে এবং সকাল ১০টার দিকে কানাইঘাট–সিলেট সড়ক থেকে মালিকবিহীন অবস্থায় ট্রাকটি আটক করতে সক্ষম হয়।বিজিবি জানায়, ট্রাকটির ভেতরে তল্লাশী চালিয়ে ধানের তুষের বস্তার নিচে অভিনব কৌশলে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় জিরা পাওয়া যায়। ট্রাকটি থেকে ৫ হাজার ৩৬৫ কেজি জিরা উদ্ধার করা হয়। জিরা ও ট্রাকের সর্বমোট সিজার মূল্য ১ কোটি ৩ লাখ ৬৫ হাজার টাকা বলে বিজিবি জানিয়েছে।এ ছাড়া গত বুধবার (১৯ নভেম্বর) সুরাইঘাট, জৈন্তাপুর এবং লালাখাল বিওপির পৃথক টহলে জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্ত এলাকায় মালিকবিহীন অবস্থায় ভারতীয় পিয়াজ ৩ হাজার ৬০ কেজি, জিরা ১২০ কেজি, ২টি গরু, ২টি ইঞ্জিনচালিত কাঠের নৌকা এবং ২টি পিকআপ জব্দ করা হয়। এসব মালামালের সিজারমূল্য ঊনচল্লিশ লাখ সাঁইত্রিশ হাজার দুইশ টাকা।সব মিলিয়ে দুই দিনের অভিযানে বিজিবি মোট ১ কোটি ৪৩ লাখ ২ হাজার ২শ টাকার মালামাল আটক করেছে। বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষায় তাদের গোয়েন্দা তৎপরতা ও চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে। জব্দ করা মালামাল কাস্টমসে জমা দেয়ার প্রক্রিয়া চলছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Manual4 Ad Code

 

Manual4 Ad Code