লাখাইয়ে পাগলা কুকুরের কামড়ে আহত ২০

প্রকাশিত: ১২:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৫

লাখাইয়ে পাগলা কুকুরের কামড়ে আহত ২০

Manual2 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের লাখাইয়ে পাগলা কুকুরের কামড়ে অন্তত ২০জন আহত হয়েছেন। শনিবার ( ২২ নভেম্বর) সকালে লাখাই উপজেলার বামৈ এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্য চারজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শাকিল আহমেদ।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে একটি পাগলা কুকুর হঠাৎ বামৈ এলাকায় পথচারীদের কামড়াতে শুরু করে। এসময় মানুষ ভয়ে দিক বেদিক ছুটাছুটি শুরু করে। এরই মধ্যে কুকুরটি অন্তত ২০জনকে কামড় দিয়ে আহত করে। স্থানীয়রা আহতদেরকে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে। পরবর্তীতে এলাকাবাসী মিলে পাগলা কুকুরটিকে ধরে স্থানীয় স্কুলমাঠে নিয়ে মেরে ফেলে বলে জানা যায়।
মেডিকেল অফিসার ডা. শাকিল জানান, আহতদের মধ্যে ৯জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়। চারজনকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়া কয়েকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স না এসে সরাসরি জেলা সদর হাসপাতালে চলে গেছেন বলে জানা গেছে।