লালাবাজার ঢাকা মহাসড়কে ময়লার ভাগাড় দুর্গন্ধে অতিষ্ঠ সাধারণ মানুষ 

প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৫

লালাবাজার ঢাকা মহাসড়কে ময়লার ভাগাড় দুর্গন্ধে অতিষ্ঠ সাধারণ মানুষ 

Manual8 Ad Code

এমরান ফয়ছল :

Manual6 Ad Code

দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া ভাসিয়া নদীর ছোট একটি শাখার কালভার্টের ঢাকা মহাসড়কের পাশে এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। বাজার ও আশপাশের বাসিন্দাদের ফেলা ময়লা—আবর্জনায় প্রতিনিয়ত দূষিত হচ্ছে নদীর পানি, চারপাশে ছড়াচ্ছে দুর্গন্ধ। এতে পরিবেশ নষ্টের পাশাপাশি আশপাশের মানুষজন স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন।

Manual1 Ad Code

লালাবাজার ঢাকা মহাসড়কের কালভার্টের এক পাশে জমেছে বিশাল ময়লার স্তুপ। দুর্গন্ধে সেখানে দাঁড়িয়ে থাকা কষ্টকর। বাজারের কয়েকশ দোকানের আবর্জনা নিয়মিতভাবে এখানে ফেলা হয়।

Manual3 Ad Code

স্থানীয়রা জানান, কয়েক বছর ধরে ব্যবসায়ী, রেস্তোরাঁ মালিক, মাছ-মাংস ও তরকারি বিক্রেতারা বস্তায় করে ময়লা ফেলছেন । এতে দুর্গন্ধে নাকাল এলাকাবাসী, পথচারী ও মসজিদের মুসল্লিরা ও স্কুল বিদ্যালয়ে যাওয়া ছাত্রছাত্রীরা। ছোট ছোট ময়লার স্তুপ থেকে বড় বড় মায়লার স্তুপে পরিণত হয়।
এক ব্যবসায়ী বলেন, বাজারের জন্য নির্দিষ্ট কোনো ময়লা ফেলার জায়গা নেই, তাই বাধ্য হয়েই এখানে ময়লা ফেলতে হয়।
এ বিষয়ে জানতে চাইলে,

Manual2 Ad Code

দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি রায় বলেন, আমি বিষয়টি আগে অবগত ছিলাম না এখন জানলাম দেখছি কি করা যায়। বাজারের ময়লা ফেলার জন্য দ্রুত একটি নির্দিষ্ট জায়গা নির্ধারণ করতে পারলে খুব ভালো হত। পাশাপাশি নিয়মিত বাজার কমিটি গঠন করা ও জরুরি।
লালাবাজার ইউনিয়ন পরিষদের নিয়োগপ্রাপ্ত প্রশাসক সাহাব উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।