ইসরাইলের হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত

প্রকাশিত: ৯:৫০ পূর্বাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৫

ইসরাইলের হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :হিজবুল্লাহর শীর্ষ সামরিক কমান্ডার হায়থাম আলী তাবাতাবাইকে হত্যা করেছে ইসরাইল। রোববার বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহর দাহিয়ে এলাকার হারেত হরাইক মহল্লায় একটি অ্যাপার্টমেন্ট ভবনে বিমান হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়। ওই হামলায় নিহত হয়েছেন মোট পাঁচজন। আহত হয়েছেন আরও ২৮ জন। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

এতে বলা হয়, এক বিবৃতিতে কমান্ডার তাবাতাবাই হত্যার বিষয়টি নিশ্চিত করেছে হিজবুল্লাহ কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, ‘কমান্ডার’ তাবাতাবাই বিশ্বাসঘাতক ইসরাইলি হামলায় নিহত হয়েছেন। তবে সংগঠনটি তার পদবী স্পষ্ট করে উল্লেখ করেনি। তাবাতাবাই ছিলেন সংগঠনের সশস্ত্র শাখার চিফ অব স্টাফ। গত বছরের নভেম্বরে যুদ্ধবিরতির পর থেকে ইসরাইলের হাতে নিহত হওয়া হিজবুল্লাহর সবচেয়ে উচ্চপদস্থ কমান্ডার তিনি।

Manual8 Ad Code

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর জানিয়েছে, তাবাতাবাইকে লক্ষ্য করেই হামলাটি চালানো হয়। ইসরাইলি গণমাধ্যম বলেছে, গত বছরের যুদ্ধ শুরুর পর ওই কমান্ডারকে হত্যার তৃতীয় প্রচেষ্টা এটি। এদিকে হামলার পর হিজবুল্লাহর শীর্ষ নেতা মাহমুদ ক্বোমাতি বলেন, এই হামলার মধ্য দিয়ে ইসরাইল লাল রেখা অতিক্রম করেছে। তিনি সতর্ক করে বলেন, আজকের হামলা সমগ্র লেবাননে নতুন করে সংঘাতের দ্বার উন্মুক্ত করতে পারে।
১৯৬৮ সালে বৈরুতে জন্ম নেওয়া তাবাতাবাই লেবাননি মায়ের ও ইরানি বাবার সন্তান। দক্ষিণ লেবাননে বড় হওয়া তাবাতাবাই মাত্র ১২ বছর বয়সে হিজবুল্লাহতে যোগ দেন।

Manual7 Ad Code

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় আশপাশের ভবন ও গাড়িতেও ব্যাপক ক্ষতি হয়েছে। সরকারি বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে, অ্যাপার্টমেন্ট ভবনটিতে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। বৈরুত থেকে আল জাজিরার সাংবাদিক জেইনা খোদর জানিয়েছেন, লেবাননে উদ্বেগ বাড়ছে যে ইসরাইল সাম্প্রতিক মাসগুলোতে বিরতি দিলেও এখন আবার হামলা বাড়াতে পারে। হিজবুল্লাহ এখন কঠিন পরিস্থিতিতে। প্রতিশোধ না নিলে আরও হামলার ঝুঁকি বাড়বে, আর প্রতিশোধ নিলে বড় ধরনের ইসরাইলি আগ্রাসন হতে পারে।

Manual5 Ad Code

আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক আলি রিজক বলেন, আমার ধারণা, হিজবুল্লাহ এখনই নেতানিয়াহুকে পূর্ণমাত্রার যুদ্ধের অজুহাত দিতে চাইবে না। এতে নেতানিয়াহুর রাজনৈতিক অবস্থান শক্তিশালী হতে পারে, আর লেবাননের জন্য তা হতে পারে অত্যন্ত ব্যয়বহুল। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরাইলি হামলা বন্ধে দৃঢ় হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ