সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইনের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রকাশিত: ১:২২ পূর্বাহ্ণ, নভেম্বর ২৮, ২০২৫

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইনের স্থগিতাদেশ প্রত্যাহার

Manual5 Ad Code

সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসেইনের সকল সাংগঠনিক পদ থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর মাধ্যমে তার প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে এবং তাকে সভাপতি পদে পুনর্বহাল করা হয়েছে।

Manual3 Ad Code

বুধবার (২৬ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Manual1 Ad Code

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পূর্বে তার প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে তার দাখিল করা আবেদন পর্যালোচনা করে এবং দলীয় সিদ্ধান্ত মোতাবেক এই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘ফলে আপনার প্রাথমিক সদস্যপদ পুনর্বহাল করা হলো। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।’

Manual8 Ad Code

দল আশা প্রকাশ করেছে, নাসিম হোসেন ভবিষ্যতে দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা মেনে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সক্রিয় ভূমিকা পালন করবেন।