ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২৫
সিলেট অলটাইম নিউজ :সিলেটের মোগলাবাজারে ২৫ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পীর হাবিবুর রহমান চত্ত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রনি আহমদ (২৫) মোগলাবাজারের সোনারগাঁও এলাকার বেনু মিয়ার ছেলে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, রাত ১০টার মোগলাবাজার থানার পিএসআই (নিঃ) সাগর কুমার আচার্য্য সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পীর হাবিবুর রহমান চত্ত্বরের পাশ থেকে তাকে আটক করেন।
অভিযানে তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।
Design and developed by sylhetalltimenews.com