সিলেটে রেললাইন থেকে যুবকের লাশ উদ্ধার

প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২৫

সিলেটে  রেললাইন থেকে যুবকের লাশ উদ্ধার

Manual6 Ad Code

সিলেট অলটাইম নিউজ :সিলটব্যুরো: সিলেটের শিববাড়ি এলাকায় রেল লাইনের ঊপর থেকে মতিউর রহমান (২৬) নামে এক যুবকের মস্তক দ্বিখন্ডিত লাশ উদ্ধার করেছে সিলেট রেলওয়ে থানা পুলিশ।

Manual4 Ad Code

পুলিশ জানায়, আজ ২২ অক্টোবর সকাল সাতটার দিকে সংবাদ পেয়ে তারা লাশ উদ্ধার করে সূরহাল করেছে পুলিশ।

Manual2 Ad Code

মতিউর রহমান জৈন্তাপুর উপজেলার পানিছড়া এলাকার কুটি মিয়ার ছেলে।
সিলেটের স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম জানান , ভোরে যেহেতু লাশ উদ্ধার হয়েছে গ্রাম থেকে সিলেট অভিমুখী উদয়ন ট্রেনের নিচে পড়ে যুবক কাঁটা পড়তে পারে।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হচ্ছে বলে নিশ্চিত করে সিলেট রেলওয়ে থানার সহকারী উপ পুলিশ পরিদর্শক (এসআই) প্রকাশ রায়।
ডিনি জানান, পারিবারিক কলহের কারণে মতিউর রহমান আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।
সে আরও তিনবার আত্মহত্যার চেষ্টা করেছে সর্বশেষ গতকাল ২২অক্টোবর রাতে উপশহর বোনের বাসা থেকে বের হয়ে আর ফিরে আসা হয় নি তার।

Manual6 Ad Code

মোগলা বাজার থানা পুলিশের ওসি ফয়সাল আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান গতকাল গভীর রাতের কোন এক সময় ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আমরা সহযোগিতা করে রেলওয়ে পুলিশের মাধ্যমে কাছে লাশ হস্তান্তর করেছি।