ঢাকা ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৫ পূর্বাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৫
সিলেট অলটাইম নিউজ :সিলেটে ভারতীয় বিড়ির বড় চালানসহ দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তারা হলেন আমীরুল ইসলাম (২৪) ও বিল্লাস আহমেদ (৪০)।
বুধবার (২২ অক্টোবর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
বিল্লাল জালালাবাদ থানার শিবেরবাজার বড়ফৌদ গ্রামের মৃত ওয়াছির আলী ও শহরবান বিবির ছেলে আর আমীরুল ইসলাম একই গ্রামের মাহমুদ আলী ও ছালেহা বেগমের ছেলে।
সাইফুল জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে জালালাবাদ থানার শিবেরবাজার পুলিশ ফাঁড়ির একদল সদস্য হাটখোলা ইউনিয়নের উমাইরগাঁও মাঝপাড়া সংলগ্ন তিন রাস্তার মোড়ে চেকপোস্ট করাকালে সন্দেহভাজন একটি সিএনজিচালিত অটোরিকশাকে সিগন্যাল দিলে চালক ও যাত্রী দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন পুলিশ তাদের আটক করে।
তাদের হেফাজত থেকে ৮ কার্টনে মোট ১লাখ ৬৮ হাজার শলাকা ভারতীয় ‘সেখ নাসির উদ্দিন’ পাতার বিড়ি জব্দ করা হয় যার বাজারমূল্য ৩ লাখ ৩৬ হাজার টাকা।
এছাড়াও এসময় চোরাই বিড়ি বহনকাজে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটিও আটক করা হয়েছে যার বাজার মূল্য ৩ লাখ টাকা।
তাদের দু’জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলাদায়ের করে দু’জনকেই আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন এসএমপির গণমাধ্যম কর্মকর্তা সাইফুল।
Design and developed by sylhetalltimenews.com