ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৫
নিউজ ডেস্ক :বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করেছে সরকার।সোমবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রেসিডেন্টের নির্দেশেক্রমে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী এ আদেশে সই করেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১–এর ২(ক) ধারার আওতায় খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করা হয়েছে। সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। শারীরিক অসুস্থতা নিয়ে বেগম খালেদা জিয়া কয়েকদিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে নিয়ে দলীয় নেতাকর্মী দেশবাসীর মাঝে উদ্বেগ দেখা দিয়েছে।
Design and developed by sylhetalltimenews.com