ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২৫
যুক্তরাষ্ট্রের আলাস্কা ও কানাডার ইউকন টেরিটরির সীমান্তের কাছে তীব্র শক্তিশালী ৭.০ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবারের এই আঘাতের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্ষয়ক্ষতি বা আহতের কোনো তথ্য পাওয়া যায়নি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটি আলাস্কা থেকে প্রায় ২৩০ মাইল (৩৭০ কিলোমিটার) উত্তর-পশ্চিমে এবং কানাডার ইউকনের রাজধানী হোয়াইটহর্স থেকে প্রায় ১৫৫ মাইল (২৫০ কিলোমিটার) পশ্চিমে ঘটে।
হোয়াইটহর্সে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ সার্জেন্ট ক্যালিস্টা ম্যাকলিওড জানান, ভূমিকম্পের বিষয়ে দুটি ৯১১ কল পাওয়া গেছে। তিনি বলেন, এটি অবশ্যই অনুভূত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই জানাচ্ছেন তারা নড়াচড়া টের পেয়েছেন। কানাডার ন্যাচারাল রিসোর্সেস বিভাগের ভূকম্পবিদ অ্যালিসন বার্ড বলেন, ইউকনের যে এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি মূলত পাহাড়ি। সেখানে জনসংখ্যা খুবই কম। তিনি জানান, বেশিরভাগ মানুষ জানিয়েছেন যে তাক বা দেয়াল থেকে জিনিসপত্র পড়ে গেছে। তবে এ পর্যন্ত কাঠামোগত কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের উপকেন্দ্রের সবচেয়ে নিকটবর্তী কানাডিয়ান সম্প্রদায় হলো হেইন্স জংশন।
উপকেন্দ্র থেকে এই এলাকা প্রায় ৮০ মাইল (১৩০ কিমি) দূরে। ২০২২ সালের হিসাব অনুযায়ী সেখানে প্রায় ১,০১৮ জন বাস করেন। এছাড়া ভূমিকম্পটি ছিল আলাস্কার ইয়াকুতাত শহর থেকে মাত্র ৫৬ মাইল (৯১ কিমি) দূরে, যেখানে জনসংখ্যা ৬৬২ জন। ভূমিকম্পের গভীরতা ছিল ৬ মাইল (১০ কিমি) এবং মূল ঝাঁকুনির পর কয়েকটি ছোট ছোট আফটারশক বা পরাঘাত অনুভূত হয়েছে।
Design and developed by sylhetalltimenews.com