জৈন্তাপুরে গেইটলক বাস থেকে ভারতীয় মদসহ আটক ১

প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২৫

জৈন্তাপুরে গেইটলক বাস থেকে ভারতীয় মদসহ আটক ১

Manual5 Ad Code

সিলেটের জৈন্তাপুর হাইওয়ে থানা পুলিশের অভিযানে একটি গেইটলক বাস থেকে ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। এসময় মদ বহনের অভিযোগে এক যুবককে আটক করেছে হাইওয়ে পুলিশ।

Manual1 Ad Code

 

রবিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট-তামাবিল মহাসড়কের কাটাগং হাইওয়ে থানার সামনে অভিযান পরিচালনা করে হাইওয়ে পুলিশ তাকে আটক করে।

 

Manual6 Ad Code

আটককৃত ব্যক্তি সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং চা বাগানের বাসিন্দা নিপেশ ব্যানার্জীর ছেলে অপু ব্যানার্জী (২৪)।

পুলিশ জানায়, সিলেটের জৈন্তাপুর হাইওয়ে থানা পুলিশের অভিযানে জাফলং থেকে ছেড়ে আসা সিলেটগামী গেইটলক বাস (ঢাকা মেট্রো-ব-১১-৯৭৯৬) চেকপোস্টে থামালে এক যাত্রী জানালা দিয়ে পালানোর চেষ্টা করে। উপস্থিত পুলিশ সদস্যরা দ্রুত তাকে আটক করেন। পরে বাসটি তল্লাশি করে একটি শপিং ব্যাগ থেকে রয়েল স্টেজ ৪ বোতল ও এসি ব্ল্যাক ২ বোতলসহ মোট ৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আটক যুবক স্বীকার করেন, মদগুলো তিনি নিজেই বহন করছিলেন।

Manual4 Ad Code

 

জৈন্তাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ঘটনাটির বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, সিলেট-তামাবিল মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি হাইওয়ে পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে এবং এই অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে সহযোগিতার জন্য তিনি সচেতন মহলের কাছে তথ্য দিয়ে সহায়তার আহ্বান জানান।

Manual6 Ad Code