ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২৫
সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস. এম. অনিক চৌধুরী আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি জেলা প্রশাসক, সিলেট মোঃ সারওয়ার আলম-এর নিকট যোগদানপত্র জমা দেন। এ সময় জেলা প্রশাসক মহোদয় ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানিয়ে দায়িত্ব পালনে সর্বোচ্চ সফলতা কামনা করেন।
এর আগে এস. এম. অনিক চৌধুরী চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। তার কর্মদক্ষতা, সততা ও আন্তরিকতার কারণে সহকর্মী ও প্রশাসনিক মহলে তিনি ইতোমধ্যেই প্রশংসিত।
দক্ষিণ সুরমা উপজেলায় নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে উপজেলা প্রশাসনের কর্মকর্তা–কর্মচারীসহ সাধারণ মানুষের মাঝে আশাবাদের সঞ্চার হয়েছে। সবাই মনে করছেন, তাঁর নেতৃত্বে উপজেলার উন্নয়ন, জনসেবা ও সুশাসনের ধারা আরও গতিশীল হবে।
এদিকে, দক্ষিণ সুরমা উপজেলার বিদায়ী নির্বাহী অফিসার উর্মি রায় পদোন্নতি জনিত কারণে সরকারি কর্মকমিশনে বদলি হন।
Design and developed by sylhetalltimenews.com