সিলেটে পাওনা টাকার জন্য খুন:র‍্যাবের হাতে আটক ১

প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২৫

সিলেটে পাওনা টাকার জন্য খুন:র‍্যাবের হাতে আটক ১

Manual3 Ad Code

সিলেট জেলার কানাইঘাট উপজেলার দনা রাতাছড়া এলাকায় পাওনা টাকা–সংক্রান্ত বিরোধের জেরে এক যুবক নিহত হওয়ার ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। র‌্যাব জানায়, বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম এবং স্থানীয় মহলে আলোচনায় আসার পর তারা ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়।

নিহত সাইফুল ইসলাম সিলেট জেলার কানাইঘাট থানার দনা রাতাছড়া এলাকার বাসিন্দা। র‌্যাবের ভাষ্য অনুযায়ী, সাইফুল ইসলাম ও একই এলাকার দনা রাতছড়া গ্রামের আব্দুল হান্নান হানের ছেলে আটককৃত শাকিল আহমদ (২২)–এর মধ্যে বন্ধুত্বের সম্পর্ক থাকলেও প্রায় দুই লাখ টাকা নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন বিকেলে সাইফুলকে দনা বাজারে নিয়ে যান শাকিল। পরে সন্ধ্যায় মোটরসাইকেলচালক ফিরে না আসায় বিষয়টি নিয়ে উদ্বেগ দেখা দেয়।

র‌্যাব বলছে, সেদিন সন্ধ্যার দিকে সাইফুল ইসলামকে স্থানীয় এলাকায় আহত অবস্থায় পাওয়া যায় এবং পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

Manual7 Ad Code

ঘটনার পর কানাইঘাট থানায় মামলা দায়ের হলে র‌্যাব-৯ আসামিদের শনাক্তে তৎপরতা শুরু করে। এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ (সিপিএসসি, সিলেট) ও র‌্যাব-১১ (নারায়ণগঞ্জ) এর একটি যৌথ দল রবিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার ঝাউচর মেঘনাঘাট এলাকায় অভিযান চালিয়ে মামলার ১ নম্বর পলাতক আসামিকে আটক করে।

Manual2 Ad Code

র‌্যাব জানায়, আটক ব্যক্তিকে প্রাথমিক আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও আটক করতে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা অব্যাহত

Manual4 Ad Code