ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ট্রেনে উঠছে দেশ। আজ ঘোষণা হবে ভোটের তফসিল। একইদিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাধারণ নির্বাচন ও জুলাই সনদ নিয়ে গণভোট। নির্বাচন নিয়ে নানা শঙ্কা ও সংশয়ের মধ্যেই প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন রেডিও ও টেলিভিশনে তফসিলের ঘোষণা দেবেন। তফসিল সংক্রান্ত সেই ভাষণটি গতকালই ধারণ করেছে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার। এই ভাষণেই জানানো হবে আগামী বছরের ফেব্রুয়ারির কতো তারিখে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। ইসি সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে ১২ই ফেব্রুয়ারি বা তার আগের দিন ভোটের তারিখ হতে পারে। গতকাল সিইসি’র ভাষণ রেকর্ডের পর বিকাল পৌনে পাঁচটায় নির্বাচন ভবনে আনুষ্ঠানিকভাবে ইসি’র সিনিয়র সচিব আখতার আহমেদ তফসিলের বিষয়ে কথা বলেন। বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় সিইসি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগের দিন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পদত্যাগ করেছেন। এই দুই উপদেষ্টা নির্বাচনে অংশ নেবেন এমন আলোচনা আছে। তবে তারা কোন দল থেকে নির্বাচন করবেন তা স্পষ্ট হয়নি।
এদিকে এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ ও নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ গতকাল প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে যান। সাক্ষাতের পর নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে বলেন, রাষ্ট্রপতিকে নির্বাচনের প্রস্ততির সার্বিক বিষয়ে অবহিত করা হয়েছে।
এদিকে বাগেরহাটের সংসদীয় আসন চারটি থেকে কমিয়ে তিনটি করে নির্বাচন কমিশন যে গেজেট জারি করেছিল, তা ‘অবৈধ’ ঘোষণা করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে আদালতের ওই রায় তফসিলে খুব বেশি প্রভাব ফেলবে না বলেই মনে করছেন আব্দুর রহমানেল মাছউদ। এ নির্বাচন কমিশনার বলেন, প্রভাব ফেলার তো কথা না। আমাদের মতো আমরা (তফসিল) ঘোষণা দেবো। যদি ওইটা (বাগেরহাটের আসন) না দিতে হয়, না দেবো- অসুবিধা নেই। আমরা বসবো অর্ডার নিয়ে; দেখি কী হয়। আমাদের মতো আমরা ঘোষণা দেবো। বাগেরহাটের সংসদীয় আসন চারটি ও গাজীপুর পাঁচটি আসন থাকবে বলে রায় দিয়েছেন আপিল বিভাগ।
Design and developed by sylhetalltimenews.com