তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে জামায়াতে ইসলামী

প্রকাশিত: ৯:৩৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২৫

তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে জামায়াতে ইসলামী

Manual3 Ad Code

একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে জামায়াতে ইসলামী। তবে নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহ্বান জানিয়েছে দলটি।

গতকাল গতকাল সন্ধ্যায় ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর সন্ধ্যা সাড়ে ৬টায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে জামায়াতে ইসলামী।
এতে দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জাতি দীর্ঘ সময় অপেক্ষা করছিল যে, আমাদের সামনের জাতীয় সংসদ নির্বাচনের তারিখ এবং শিডিউলটা কখন ঘোষণা হবে। কিছুটা অনিশ্চয়তা ও সন্দেহ, সংশয়ে ছিলাম। প্রধান নির্বাচন কমিশনারের ঘোষণার মাধ্যমে সেই সংশয়ের অবসান হয়েছেঘোষিত তফসিলকে জাতির সঙ্গে আমরাও মোবারকবাদ জানাচ্ছি এবং এই ঘোষণাকে স্বাগত জানাচ্ছি। আমরা মনে করি এর মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা থাকলে সেটা কেটে যাবে- ইনশাআল্লাহ্।
জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু সুন্দর এবং নিরপেক্ষ করার জন্যে অনেকগুলো গুরু দায়িত্ব নির্বাচন কমিশনকে পালন করতে হবে। আমরা সে সমস্ত বিষয় নির্বাচন কমিশনকে অবহিত করেছি। আশা করবো তারা সেই সমস্ত গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো পালন করবেন।
কয়েকটি বিষয় উল্লেখ করে জামায়াত নেতা জুবায়ের বলেন, সবগুলো রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ডকে নিশ্চিত করা, অবৈধ অস্ত্র উদ্ধার এবং জাতীয় সংসদ নির্বাচনকে অর্থবহ করার জন্য প্রশাসনিক এবং অন্যান্য যতগুলো দায়িত্ব আছে এই সবগুলো দায়িত্ব পালনে তারা সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিয়ে দায়িত্ব পালন করবেন। এক্ষেত্রে কোনো ধরনের দুর্বলতা আশা করবো না যাতে জাতির উদ্বেগ বা উৎকণ্ঠার কোনো জন্ম হয়। আমরা প্রত্যাশা করবো যে সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচনের জন্যে একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য লেভেল প্লেয়িং ফিল্ডকে তারা নিশ্চিত করবেন।
তিনি বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সর্বোচ্চ ভূমিকা পালন করার দায়িত্বটা এখন নির্বাচন কমিশনের ওপরে। এখন থেকে তারা সেই ভূমিকাটি পালন করবেন। আমরা সেটা প্রত্যাশা করছি। সংবাদ সম্মেলনে দলের সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, ঢাকা মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

 

Manual4 Ad Code