বনফুলের সামন থেকে সাইফুল আটক

প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২৫

বনফুলের সামন থেকে সাইফুল আটক

Manual6 Ad Code

সিলেট নগরীতে একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার জয়কলস ইউনিয়নের ডুংড়িয়া গ্রামের ফজলুল হক মালদারের ছেলে সাইদুল আলম (৩২)। এসময় তার কাছ থেকে ইয়াবা জব্দ করা হয়েছে বলে দাবি পুলিশের।

পুলিশ জানায়, শুক্রবার (১২ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে শাহপরান (রহঃ) থানার উপপরিদর্শক সৈয়দ ফখরুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানাধীন সুরমাগেইট বাইপাস পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় বনফুল মিষ্টির দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে ৪৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

Manual6 Ad Code

এ ঘটনায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে এবং আটককৃত ব্যক্তিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Manual4 Ad Code