ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৫
সিলেট-তামাবিল জাফলং মহাসড়কের হরিপুর এলাকায় পর্যটকবাহী মাইক্রোবাস চাপায় আনসার সদস্য মোস্তফা নামের একজন নিহত হয়েছেন। তিনি শেরপুর জেলার নকলা থানার বারৈকান্দি গ্রামের বাসিন্দা। তিনি হরিপুর গ্যাস ফিল্ডে কর্মরত ছিলেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে ঢাকা মিরপুর-৭ থেকে ছেড়ে আসা পর্যটকবাহী মাইক্রোবাস জাফলং যাচ্ছিলো। যাওয়ার পথে হরিপুর এলাকার ৭নম্বর কূপ সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এসময় মাইক্রোবাস চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি দোকানের বারান্দায় উঠে যায়। সেখানে দাঁড়িয়ে থাকা আনসার সদস্য মোস্তফাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় সিএনজির চালকসহ অন্তত ৪ জন গুরুতর আহত হন।
আহতদের তাৎক্ষণিকভাবে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।এসব তথ্য নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা। তিনি বলেন, নিহত আনসার সদস্যের সুরতহাল প্রস্তুত শেষে মরদেহ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Design and developed by sylhetalltimenews.com