ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৫
এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৪২ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২টা ২৫ মিনিটে আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল এয়ারপোর্ট থানাধীন মালনীছড়া চা-বাগানের ১২ নম্বর সেকশনের চিতলমাটি পয়েন্টে অভিযান পরিচালনা করে। অভিযানে পুলিশ বলছে, একজনের কাছ থেকে ৪২ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, আটককৃত ব্যক্তি সিলেট জেলার এয়ারপোর্ট থানার তারাপুর চা বাগান (বাদামউড়া) এলাকার বাবুলাল মোদির ছেলে নয়ন মোদি (৩৫)।
এ ঘটনায় মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ জানায়, আটককৃতকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
Design and developed by sylhetalltimenews.com