সিলেটে হোটেল থেকে আটক ৬

প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৫

সিলেটে হোটেল থেকে আটক ৬

Manual3 Ad Code

সিলেটের দক্ষিণ সুরমার চাঁদনীঘাট এলাকা থেকে ৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। স্থানীয় একটি হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে দাবি পুলিশের।

Manual2 Ad Code

পুলিশ জানায়, সোমবার (১৫ ডিসেম্বর) মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল অতিথি হোটেলটির তৃতীয় তলায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় হোটেলটি সিলগালা করা হয়।

Manual4 Ad Code

আটককৃতরা হলেন শ্যামল চন্দ্র দেব (৩৫), হাবিবুর রহমান (৩৫), বুরহান উদ্দিন (২২), নাছিমা বেগম (২৮), সালমা বেগম (২৭) ও জাকিয়া আক্তার সুমা (২০)।

এসএমপির এডিসি মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করা হয়েছে। তিনি বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে অসামাজিক কার্যকলাপের দায়ে অতিথি হোটেলটি সিলগালা করা হয়েছে।

Manual4 Ad Code