দক্ষিণ সুরমায় তীর শিলং জুয়া খেলায় জড়িত থাকায় ৬ জন গ্রেফতার

প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২৫

দক্ষিণ সুরমায় তীর শিলং জুয়া খেলায় জড়িত থাকায় ৬ জন গ্রেফতার

Manual3 Ad Code

সিলেট অলটাইম নিউজ :সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানাধীন চাঁদনীঘাট মাছবাজার এলাকা থেকে মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে তীর শিলং জুয়া খেলায় জড়িত থাকার অভিযোগে ৬ জন জুয়াড়ীকে গ্রেফতার করা হয়।

Manual1 Ad Code

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- কামাল হোসেন (৫৮),  জামাল মিয়া (৩৪), খোকন মিয়া (৩৮), নয়ন দেব (৪১), হান্নান মিয়া(৩১), আশখ আলী (৪৩)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে নগরীর দক্ষিণ সুরমা থানাধীন চাঁদনীঘাট মাছবাজার এলাকায় অভিযান চালায় মহানগর গোয়েন্দা পুলিশ। এই অভিযানে তীর শিলং জুয়া খেলায় জড়িত থাকার অভিযোগে ৬ জন জুয়াড়ীকে গ্রেফতার করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি উত্তর) ও মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘আটককৃত আসামীদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার ননএফআইআর নং-২১০/২৫,তারিখ-২৩/১০/২০২৫খ্রিঃ,ধারা-সিলেট মহানগরী পুলিশ আইন ২০০৯ এর ৯৫ ধারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’

Manual8 Ad Code

তিনি আরও বলেন, ‘জুয়া খেলা অর্থনীতির জন্য ক্ষতিকর এবং সামাজিক সমস্যা সৃষ্টি করে। তাই আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। সিলেটে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।