হাউজিং এস্টেট শহীদুলের লা*শ নারায়ণগঞ্জে

প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২৫

হাউজিং এস্টেট শহীদুলের লা*শ নারায়ণগঞ্জে

Manual5 Ad Code

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সড়কের পাশ থেকে এক যুবককে মস্তকবিহীন মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান আড়াইহাজার থানার ওসি মো. আলাউদ্দিন।

নিহত শহীদুল ইসলাম (৩৫) সিলেট নগরীর হাউজিং এস্টেট এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

Manual3 Ad Code

ওসি আলাউদ্দিন বলেন, গোপালদী-মাহমুদপুর সংযোগ সড়কের পাশে একটি নির্জন স্থানে মস্তকবিহীন লাশ দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

Manual5 Ad Code

“নিহতের পেটের অংশ কাটা এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। পরে নিহতের আঙুলের ছাপ থেকে প্রযুক্তির সহযোগিতায় পরিচয় নিশ্চিত করা হয়। তবে তার পরিবারের সঙ্গে এখনো যোগাযোগ করা সম্ভব হয়নি। জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী ঠিকানায় গিয়েও পরিবারের কাউকে পাওয়া যায়নি”, বলেন তিনি।

Manual2 Ad Code

রাত নয়টা পর্যন্ত নিহতের মাথাটি পাওয়া যায়নি জানিয়ে ওসি আলাউদ্দিন বলেন, “পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। তাতেও ব্যর্থ হলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।”

Manual8 Ad Code