ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২৫
নির্ভরযোগ্য সূত্র জানায়, পিরোজপুর-১ আসনে ১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টি (জাফর) নেতা মোস্তফা জামাল হায়দার এবং নড়াইল-২ আসনে জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদকে আসন দেওয়ার বিষয়ে সবুজ সংকেত দিয়েছে বিএনপি। এসব সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা আগামী ২০ ডিসেম্বর আসতে পারে।
বুধবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে এবং বিকেলে ১২ দলীয় জোটের সঙ্গে পৃথক বৈঠক করে বিএনপির লিয়াজোঁ কমিটি।
বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।
এদিকে আসন ভাগাভাগি নিয়ে একই দিন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), ৬ দলীয় জোট গণতন্ত্র মঞ্চ ও গণফোরামের সঙ্গেও বৈঠক করেছে বিএনপি।
আগামীকাল শুক্রবার জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), বাম গণতান্ত্রিক ঐক্য এবং বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে।
সব দলের সঙ্গে আলোচনা শেষে জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গেও বৈঠকে বসবে দলটি।
১২ দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোটের বৈঠক সূত্র জানায়, কিশোরগঞ্জ-৫ ও কুষ্টিয়া-২ আসনসহ কয়েকটি আসন পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন জোট নেতারা। এসব দাবি ইতিবাচকভাবে বিবেচনা করা হচ্ছে বলে বিএনপির হাইকমান্ড তাদের আশ্বস্ত করেছে। একই সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা সব দলকে নিয়ে ভবিষ্যতে জাতীয় সরকার গঠনের দাবি তোলা হয়।
জোট নেতারা বলেন, জাতীয় সরকার গঠিত হলে সব দলকে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, যাদের মনোনয়ন দিয়ে মূল্যায়ন করা সম্ভব হবে না, তাদের সংসদের উচ্চকক্ষে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে গণতন্ত্র ও দেশের স্বার্থে যুগপৎ আন্দোলনে থাকা সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে বিএনপি।
Design and developed by sylhetalltimenews.com