ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২৫
যদি পশ্চিমা দেশগুলো রাশিয়ার সঙ্গে সম্মানজনক আচরণ করে তবে ইউক্রেন যুদ্ধের পর আর কোনো যুদ্ধ হবে না। এমন নিশ্চয়তা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে তিনি ইউরোপীয় দেশগুলোর ওপর হামলার পরিকল্পনা আছে- এমন অভিযোগকে নির্বুদ্ধিতা বলে উড়িয়ে দিয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। প্রায় সাড়ে চার ঘণ্টাব্যাপী এক টেলিভিশন অনুষ্ঠানে বিবিসির সাংবাদিক স্টিভ রোজেনবার্গের প্রশ্নের জবাবে পুতিনকে জিজ্ঞেস করা হয়, ইউক্রেনের পর নতুন কোনো বিশেষ সামরিক অভিযান হবে কি না? জবাবে পুতিন বলেন, আপনারা যদি আমাদের সম্মান করেন, আমাদের স্বার্থকে সম্মান করেন, যেমন আমরা সবসময় আপনাদের স্বার্থকে সম্মান করার চেষ্টা করেছি, তাহলে আর কোনো অভিযান হবে না।
এর আগে এ মাসে পুতিন বলেন, ইউরোপের সঙ্গে যুদ্ধে যায়ার কোনো পরিকল্পনা রাশিয়ার নেই। তবে ইউরোপ চাইলে রাশিয়া এই মুহূর্তেই প্রস্তুত। শুক্রবার বিবিসির রাশিয়া সম্পাদককে দেয়া আরেক উত্তরে পুতিন বলেন, যদি পশ্চিমারা ন্যাটোর পূর্বদিকে সম্প্রসারণের মাধ্যমে আমাদের সঙ্গে প্রতারণা না করত, তবে আর কোনো রুশ আগ্রাসন হতো না। তিনি দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন যে, ১৯৯০ সালে সোভিয়েত ইউনিয়ন ভাঙনের আগে পশ্চিমা দেশগুলো তৎকালীন সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভকে ন্যাটো সম্প্রসারণ না করার প্রতিশ্রুতি দিয়েছিল। যা পরে গর্বাচেভ নিজেই অস্বীকার করেন। এই ‘ডিরেক্ট লাইন’ নামের ম্যারাথন অনুষ্ঠানে সাধারণ জনগণ ও সারা রাশিয়ার সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন পুতিন। মস্কোর একটি হলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে তার পেছনে ছিল বিশাল এক মানচিত্র, যেখানে ২০১৪ সালে দখল করা ক্রাইমিয়াসহ ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলো দেখানো হয়। রুশ রাষ্ট্রীয় টিভির দাবি, তিন মিলিয়নের বেশি প্রশ্ন জমা পড়েছিল।
Design and developed by sylhetalltimenews.com