সিলেটে‘ডেভিল হান্ট ফেইজ-২’ অভিযানে দুই ভাই গ্রে ফ তা র

প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২৫

সিলেটে‘ডেভিল হান্ট ফেইজ-২’ অভিযানে দুই ভাই গ্রে ফ তা র

Manual2 Ad Code

সিলেটের গোলাপগঞ্জে ‘ডেভিল হান্ট ফেইজ-২’ এর অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত দুই ভাইকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে গোলাপগঞ্জ পৌরসভার উত্তরবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- গোলাপগঞ্জ থানাধীন দাড়িপাতন এলাকার ফারুক মিয়ার ছেলে রুমেছ আহমদ (৩৫) ও তার ছোট ভাই ইমতিয়াজ আহমদ (২৫)।

Manual1 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত দুই ভাইয়ের বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় দায়েরকৃত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলাসহ একাধিক মামলা রয়েছে। তাদের মধ্যে রুমেছ আহমদ স্থানীয় যুবলীগের নেতা এবং ইমতিয়াজ আহমদ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা হিসেবে পরিচিত।

Manual5 Ad Code

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, ‘ডেভিল হান্ট ফেইজ-২-এর চলমান অভিযানের অংশ হিসেবে যুবলীগ ও ছাত্রলীগের দুইজন নেতাকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।’

Manual2 Ad Code

পুলিশ জানায়, চলমান অভিযানের আওতায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Manual2 Ad Code