ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২৫
সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় ‘ডেভিল হান্ট ফেজ ২’ এর অভিযানে বুধবার (২৪ ডিসেম্বর) ভোর রাতে ১ জনকে আটক করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
কোম্পানীগঞ্জ থানা পুলিশের বিশেষ এই অভিযান পরিচালনা করেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান।
আটককৃত কোম্পানীগঞ্জ থানাধীন উত্তর ঢালারপাড় এলাকার আব্দুল হালিম মিয়া পুত্র আলী আকবর (৫৩)। তিনি ২নং পূর্ব ইসলাম পুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার ও প্যানেল চেয়ারম্যান।
আটক ব্যক্তিকে কোম্পানীগঞ্জ থানার (মামলা নং-০৫, তাং- ০৩/০৯/২০২৪ খ্রিঃ ধারা- আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন ২০০২ (সংশোঃ ২০১৯) এর ৪/৫) মামলায় আটক দেখানো হয়েছে এবং পরবর্তী আইনী কার্যক্রমের জন্য তাদের কোর্টে প্রেরণ করা হয়েছে৷
এ বিষয়ে জানতে চাইলে আটকের সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম খান বলেন, “সরকারেরর অপারেশন ‘ডেভিল হান্ট ফেজ-২’ এর বিশেষ অভিযান চলমান আছে। তারই ধারাবাহিকতায় গত রাতে আমরা আলী আকবর’কে গ্রেফতার করে আইনী প্রক্রিয়ার জন্য কোর্টে প্রেরণ করেছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
Design and developed by sylhetalltimenews.com