ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২৫
সৌদি আরবের লোহিত সাগরে নৌকা ভেঙে পড়ার ঘটনায় দুই বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির বর্ডার গার্ড।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বার্তা সংস্থা সৌদি গ্যাজেট এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, মক্কা অঞ্চলের আল-লিথ প্রশাসনিক এলাকার সীমান্তরক্ষীরা নৌকা ভেঙে পড়ার পর দুই বাংলাদেশিকে উদ্ধার করেন। উদ্ধারকারীরা তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করেছেন।
সৌদি বর্ডার গার্ডের পরিচালক সবাইকে সমুদ্র নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেছেন, সমুদ্রে যাওয়ার আগে অবশ্যই জাহাজ বা নৌকা চলাচলের উপযোগী কিনা তা যাচাই করা উচিত। এছাড়া জরুরি প্রয়োজনে নির্দিষ্ট জরুরি নাম্বারে যোগাযোগ করার পরামর্শও দেওয়া হয়েছে।
Design and developed by sylhetalltimenews.com