ভারতের শিলিগুড়িতে বাংলাদেশিদের হোটেল ভাড়া না দেওয়ার ঘোষণা

প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২৫

ভারতের শিলিগুড়িতে বাংলাদেশিদের হোটেল ভাড়া না দেওয়ার ঘোষণা

Manual7 Ad Code

ভারতের শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা বাংলাদেশিদের কাছে হোটেল ভাড়া না দেওয়ার ঘোষণা দিয়েছেন। কথিত রাজনৈতিক অস্থিরতা ও ‘ভারত বিরোধী’ মনোভাবের অভিযোগ তুলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বৃহত্তর শিলিগুড়ি হোটেল ব্যবসায়ী কল্যাণ সমিতি।

Manual7 Ad Code

শুক্রবার (২৬ ডিসেম্বর) দেশটির সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।

সংগঠনটির জয়েন্ট সেক্রেটারি উজ্বল ঘোষ জানান, ২০২৪ সালের ডিসেম্বরে প্রথমবারের মতো তারা বাংলাদেশিদের কাছে হোটেল ভাড়া দেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নেন। তবে সে সময় মানবিক বিবেচনায় শিক্ষার্থী ও চিকিৎসার জন্য ভারতে আসা বাংলাদেশিদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল রাখা হয়েছিল।

উজ্বল ঘোষ বলেন, `২০২৪ সালের ডিসেম্বরে আমাদের সদস্যরা বাংলাদেশিদের কাছে হোটেল ভাড়া দেওয়া বন্ধ করেছিলেন। তবে যারা ভারতে পড়াশোনা ও চিকিৎসার জন্য এসেছেন, মানবিক কারণে তাদের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছিল।’

তিনি আরও বলেন, `কিন্তু বাংলাদেশে কথিত সহিংসতা এবং ভারত বিরোধী বক্তব্যের কারণে এখন আর কোনো বাংলাদেশিকে হোটেল ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

সংগঠনটির আওতায় শিলিগুড়িতে প্রায় ১৮০টি হোটেল রয়েছে, যেগুলো এই নিষেধাজ্ঞা কঠোরভাবে অনুসরণ করবে বলে জানানো হয়েছে। এছাড়া সংগঠনের বাইরে থাকা আরও প্রায় ৫০টি হোটেলও বাংলাদেশিদের কাছে কক্ষ ভাড়া দিচ্ছে না বলে দাবি করা হয়েছে।

Manual6 Ad Code

প্রতিবছর শিক্ষা, পর্যটন ও চিকিৎসার উদ্দেশ্যে বিপুলসংখ্যক বাংলাদেশি শিলিগুড়ি ভ্রমণ করে থাকেন। নতুন এই সিদ্ধান্তের ফলে সেখানে অবস্থান ও যাতায়াত নিয়ে বাংলাদেশিদের ভোগান্তি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Manual7 Ad Code

স্থানীয় পর্যবেক্ষকদের মতে, এ ধরনের সিদ্ধান্ত দ্বিপক্ষীয় সম্পর্ক ও মানবিক দৃষ্টিকোণ থেকে উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি করতে পারে।

Manual5 Ad Code

তথ্যসূত্র: দৈনিক ইনকিলাব।