ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২৫
ইতালির সিসিলির ভিটোরিয়ায় পৌঁছানোর পরপরই দুই বাংলাদেশি অভিবাসীকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের ঘটনায় চার বাংলাদেশি নাগরিককে শনাক্ত করেছে ইতালীয় পুলিশ। এর মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, একজন এখনও পলাতক রয়েছেন।
স্থানীয় রাগুসা পুলিশ সদর দপ্তর কাতানিয়া পাবলিক প্রসিকিউটর অফিসের নির্দেশে ২৫, ৩৪, ৩৩ ও ৪৩ বছর বয়সী চার অভিযুক্তকে কারাগারে আটক রাখার আদেশ কার্যকর করছে।
ইতালির প্রসিকিউটর কার্যালয়ের অ্যান্টি-মাফিয়া অধিদপ্তর (ডিডিএ) এ ঘটনায় সার্বিক তদন্ত পরিচালনা করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে মুক্তিপণের উদ্দেশ্যে অপহরণ এবং গুরুতর নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। তবে চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত তাদের অপরাধী হিসেবে গণ্য করা হবে না।
তদন্ত অনুযায়ী, ঘটনাটি ঘটেছিল ২০২৪ সালের সেপ্টেম্বরে ভিটোরিয়ার গ্রামাঞ্চলে। ডিডিএর তত্ত্বাবধানে রাগুসা ফ্লাইং স্কোয়াডের বিদেশি অপরাধ শাখা বিষয়টি তদন্ত করেছে। তারা জানায়, ইতালিতে আসার জন্য দেক্রেতো ফ্লুসি ব্যবহারের মাধ্যমে দুই বাংলাদেশি যুবককে চাকরি ও চুক্তি সইয়ের আশ্বাস দিয়ে পাচারের ফাঁদে ফেলা হয়।
এই ঘটনায় ইতালীয় কর্তৃপক্ষ অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে ইতোমধ্যেই উদ্যোগ নিয়েছে।
ইতালিতে দুই বাংলাদেশি অপহরণ: চার বাংলাদেশি অভিযুক্ত, তিন গ্রেপ্তার
Design and developed by sylhetalltimenews.com