কিছু লোক দেশকে অস্থিতিশীল ও নির্বাচন বানচাল করার চেষ্টা করছে: মির্জা ফখরুল

প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২৫

কিছু লোক দেশকে অস্থিতিশীল ও নির্বাচন বানচাল করার চেষ্টা করছে: মির্জা ফখরুল

Manual8 Ad Code

দেশ এখন একটা ক্রান্তিকাল সময় পার করছে। দেশকে অস্থিতিশীল করতে কিছু লোক পেছন থেকে কাজ করছে এবং নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঐক্য নষ্ট হলে দেশের ক্ষতি হবে জানিয়ে তিনি সকলকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Manual5 Ad Code

রোববার দুপুরে ঠাকুরগাঁওয়ে মানব কল্যাণ পরিষদ প্রাঙ্গণে আলেম-ওলামাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল।তিনি বলেন, ‘বিএনপির অঙ্গীকারকোরআন সুন্নাহর বাইরে কোনো আইন আমরা করতে দেবো না। কিন্তু কিছু মানুষ বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করে আমরা নাকি কোরআন সুন্নাহর আলোকে থাকতে চাই না। আমরা সবসময় কোরআন সুন্নাহর পক্ষে ছিলাম ও আছি।’

ফখরুল আরও বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতাকে চিরস্থায়ী করতে বিভিন্ন আইন পাস করেছিলো, মানুষকে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিলো। আলেম-ওলামাদের জঙ্গি বলে ভয়ভীতি দেখানো হতো, ধরে নিয়ে যাওয়া হতো। সেই সময় আমরা পেরিয়ে এসেছি। এখন সময় এসেছে নতুন করে দেশ গড়ার।’

Manual4 Ad Code

সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক মো. পয়গাম আলীসহ জেলার বিভিন্ন আলেম-ওলামা, ধর্মীয় ব্যক্তিত্ব ও বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code