ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২৫
সিলেট ও হবিগঞ্জে পৃথক অভিযানে ৪ জনকে আটক করেছে র্যাব-৯ সদসর্যা। এরমধ্যে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার এলাকায় র্যাবের চেকপোস্টে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে।
র্যাব জানায়, শনিবার (২৭ ডিসেম্বর) রাতে পরিচালিত অভিযানে একটি ট্রাক তল্লাশি করে সাড়ে ৪৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে রবিবার (২৮ ডিসেম্বর) সকালে আটক ব্যক্তিদের দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হলে পুলিশ মাদক মামলায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
আটককৃতরা হলেন— আটককৃত উজ্জল দেব (৩২), হবিগঞ্জ জেলার বাহুবল থানার রঘুরামপুর মিরপুরবাজার এলাকার হরেন্দ্র দেবের ছেলে এবং আটককৃত মো. শাহজাহান মিয়া (৩২), একই এলাকার আব্দুর রউফের ছেলে। র্যাব জানায়, হবিগঞ্জ থেকে ট্রাকে করে গাঁজা সিলেটে নিয়ে আসার সময় তাদের আটক করা হয়।
এদিকে, একই দিনে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানাধীন ঢাকাগামী মহাসড়কে পৃথক একটি অভিযানে আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট উদ্ধার করেছে র্যাব। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে চেকপোস্টে যানবাহন তল্লাশির সময় ৯৪ হাজার শলাকা বিদেশি সিগারেট জব্দ করা হয়। এ সময় পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়।
র্যাব জানায়, আটককৃতরা হলেন— আটককৃত মোশারফ হোসেন (২৬), ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার পারনিখলা এলাকার আশরাফ আলীর ছেলে এবং আটককৃত তানভির আহমদ শামীম (৪২), ব্রাহ্মণবাড়িয়া জেলার শরাইল থানার আকিতারা এলাকার মৃত ফারুক আহমদের ছেলে। র্যাবের ভাষ্য অনুযায়ী, সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে এসব বিদেশি সিগারেট সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
র্যাব জানায়, উদ্ধারকৃত মালামাল ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Design and developed by sylhetalltimenews.com