ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র দাখিল

প্রকাশিত: ১:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৫

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র দাখিল

Manual6 Ad Code

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন আসনটির বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আবদুস সালাম। সোমবার বেলা ১২টার দিকে তার মনোনয়নপত্র জমা দেয়া হয়।

Manual4 Ad Code

তারেক রহমানের মনোনয়ন পত্রে প্রস্তাবক ছিলেন ডাঃ ফরহাদ হালিম ডোনার ও সমর্থক ছিলেন এ্যাডভোকেট আলমগীর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল ইসলাম প্রমুখ।

বিজ্ঞাপন

মনোনয়নপত্র জমা দেওয়ার পর আব্দুস সালাম সাংবাদিকদের বলেন, দীর্ঘ ১৭ বছর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশের বাইরে রাখা হয়েছে। তাকে অত্যাচার-নিপীড়ন করা হয়েছে। আমরা আপনাদের সবার কাছে তার জন্য দোয়া চাই।

Manual4 Ad Code

তিনি আরও বলেন, আগামী নির্বাচনে আমরা বিশ্বাস করি, উনি এ আসন থেকে বিপুল ভোটে জয়লাভ করবেন এবং দেশের সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করে দেশের যে আজকে একটা ক্রাইসিস (সংকট) চলছে সেটা থেকে উত্তরণ ঘটাতে সচেষ্ট হবেন।

Manual1 Ad Code

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি।

Manual8 Ad Code