ঢাকা ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৪ পূর্বাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৫
সিলেট আলটাইম নিউজ:
ওরা তিনজন এখন কারাগারে। জিন্দাবাজারের একটি রেস্টুরেন্ট থেকে তাদের গ্রেপ্তার করে কোতোয়ালী মডেল থানাপুলিশ।
শনিবার (১৮ অক্টোবর) তাদের আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়। তাদের অপরাধ, তারা পেশাদার ছিনতাইকারী।
তারা হলেন কুমিল্লার বুড়িচং থানার রামচন্দ্রপুর গ্রামের জাফর উল্লাহ ও আয়মান বেগমের ছেলে আবির আহমেদ বিজয় ওরফে আরজু (২৪), সিলেটের ফেঞ্চুগঞ্জ থানার মাইজগাঁও ইউনিয়নের নূরপুর গ্রামের আলা উদ্দিন মিয়া ও আলেয়া বেগমের ছেলে পাভেল আহমদ (২৪) ও সুনামগঞ্জের ছাতক থানার হায়দারপুর গ্রামের আনসার উদ্দিন ও মোছা. উাহিমা আক্তারের ছেলে মো. জাহেদ (২৩)।
পুলিশ জানায়, শনিবার ভোর সোয়া ৫টার দিকে তারা বন্দরবজারের মধুবন মার্কেটের সামনা থেকে জনৈক মো. হৃদয় আহমদ সাগরের (২০) মোবাইল সেট ও নগদ টাকা ছিনতাই করে।
সাগর কোতোয়ালী থানাপুলিশের সাহায্য চাইলে একটি টিম জিন্দাবাজারের পানসি রেস্টুরেন্টের ভেতরে অভিযান চালিয়ে ওই তিন ছিনতাইকারীকে সনাক্ত ও গ্রেপ্তার করে।
তাদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় অভিযোগ (নং ৪০/১৮/১০/২৫) দায়ের করে তিনজনকে আদালতে সোপর্দ করে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছে আদালত সূত্র।
Design and developed by sylhetalltimenews.com