সিলেটে ব্যাটারি রিকশার ছি ন তা ই চক্রের কবলে ডাক্তার দম্পতি

প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৫

সিলেটে ব্যাটারি রিকশার ছি ন তা ই চক্রের কবলে ডাক্তার দম্পতি

Manual5 Ad Code

সিলেটে ব্যাটারি চালিত রিকশা চালকসহ ছিনতাইকারী চক্রের সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, শনিবার (২৮ ডিসেম্বর) সকাল আনুমানিক ৭টা ৪০ মিনিটে শাহজালাল উপশহরস্থ সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজ ও জেনারেল হাসপাতালের ডাক্তার মো. মুক্তাদির হোসেন এবং ডাঃ সারা রহমান সোবহানীঘাটস্থ হোটেল ভ্যালি গার্ডেন থেকে অটোরিকশা যোগে কর্মস্থলে যাচ্ছিলেন।

Manual6 Ad Code

পুলিশের তথ্যমতে, রিকশাচালক পূর্বপরিকল্পনা অনুযায়ী ডাক্তার দম্পতিকে যতরপুর পুকুর পাড়ে নিয়ে গিয়ে তার সহযোগী অজ্ঞাত দুই ছিনতাইকারীর মাধ্যমে রিকশা থামায়। তারা ধারালো চাকু দ্বারা ডাক্তার দম্পতিকে আতঙ্কিত করে নগদ ১০ হাজার টাকা, ২টি মোবাইল ফোন, ৩টি ডেবিট কার্ড এবং প্রয়োজনীয় কাগজপত্র ছিনতাই করে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।

Manual1 Ad Code

ডাক্তার দম্পতির অভিযোগের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানার পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে ছিনতাইয়ের সঙ্গে জড়িত অটোরিকশাসহ চালক মোঃ ইলিয়াস (৩০)কে আটক করে। তার পিতা-মৃত মোঃ গুনু মিয়া, মা মোছাঃ ছালেকা বেগম, স্ত্রী কুলসুমা, বর্তমান ঠিকানা: কবির মিয়ার বাসার ভাড়াটিয়া, সুরমা গেইট, শাহপরান, সিলেট।

Manual8 Ad Code

অটোরিকশাচালক জিজ্ঞাসাবাদে জানান, তিনি অপর দুই ছিনতাইকারীর সহযোগী ছিলেন এবং তারা পূর্বপরিকল্পিতভাবে ছিনতাই সম্পন্ন করেছে। পুলিশ অভিযান অব্যাহত রেখেছে এবং অপর দুই ছিনতাইকারীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

উক্ত ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা নং-৪৮, তারিখ-২৮/১২/২০২৫ খ্রিঃ, ধারা ৪/৫, আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ সংশোধনী ২০১৯ রুজু হয়েছে। আটককৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।