পুলিশের অভিযানে বাবলু আটক

প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৫

পুলিশের অভিযানে বাবলু আটক

Manual3 Ad Code

মোগলাবাজার থানার পুলিশের অভিযানে একজনকে আটক করা হয়েছে। এ সময় ২১ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২ হাজার ৪০ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত শনিবার (২৮ ডিসেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে মোগলাবাজার থানাধীন গোটাটিকর এলাকার মসজিদ কলোনি রোডে নার্সিং ইনস্টিটিউটের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করা হয়।

Manual3 Ad Code

আটককৃত মো. বাবুল হোসেন (৩৮) সিলেট জেলার জকিগঞ্জ থানার হাতি ডহর গ্রামের মৃত জবেদ আলীর ছেলে । তিনি বর্তমানে দক্ষিণ সুরমা থানার কদমতলী এলাকার স্বর্ণশিখা (২৬ নম্বর ওয়ার্ড) এলাকায় বসবাস করছিলেন।

Manual1 Ad Code

পুলিশ বলছে, উদ্ধারকৃত ইয়াবা ও নগদ অর্থ মাদক বেচাকেনার সঙ্গে সংশ্লিষ্ট। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আটককৃত ব্যক্তিকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

Manual8 Ad Code