ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৬
সিলেট-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী দলটির চেয়ারর্পাসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিকের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত কাগজপত্রে জটিলতা থাকায় তার এই মনোনয়নপত্র স্থগিত করা হয়।
নির্বাচন কমিশনে মনোনয়নপত্রের সাথে জমা দেওয়া হলফনামায় এমএ মালিক জানিয়েছেন, তিনি যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগ করেছেন।শনিবার (৩ জানুয়ারি) সকালে মনোনয়পত্র যাছাই বাছাই শেষে মালিকের মনোনয়পত্র স্থগিত করেন সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। তিনি জানান, কাগজপত্র যাছাই বাছাই শেষে রবিবার (৪ জানুয়ারি) এ ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে।হলফনামার তথ্য অনুযায়ি, সিলেট-৩ আসনে বিএনপি প্রার্থী আব্দুল মালিক ছিলেন যুক্তরাজ্য প্রবাসী। নির্বাচনী প্রার্থী হওয়ার লক্ষ্যে সম্প্রতি তিনি বৃটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন। হাতে নগদ ও ব্যাংকে জমা টাকার (বৈদেশিক মূদ্রাসহ) পরিমাণ ১ কোটি ৯৯ লাখ ৪৬ হাজার ৯১২ টাকা। আর স্থাবর ও অস্থাবর সম্পত্তি রয়েছে ২ কোটি ৮০ লাখ টাকার।
Design and developed by sylhetalltimenews.com